Thursday, August 28, 2025

এশিয়া কাপ নিয়ে এখনও কোনও ভাবনা নেই, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব

Date:

Share post:

এশিয়া কাপ(Asia Cup) খেলা বা না খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই হয়নি। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই(BCCI) সচিব দেবজিত সাইকিয়া(Devajit Saikia)। সোমবার সকাল থেকেই একটি খবর হঠাৎ করে ঘুরতে শুরু করেছে। শোনা যাচ্ছিল বিসিসিআই(BCCI) নাকি এশিয়া কাপ(Asia Cup) থেকে নাম তুলে নিতে চলেছে। এই নিয়েই এবার মুখ খুললেন বোর্ড সচিব। এসিসির সঙ্গে এমন ধরণের কোনও কথা তো হয়ইনি। শুধু তাই নয় এই খবর একেবারে ভিত্তিহীন বলেই মনে জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব সাইকিয়া(Devajit Saikia)।

সোমবার সকাল থেকে হঠাত্ই শোনাযায় এসিসির প্রধান পাক মন্ত্রী হওয়ার কারণে নাকি এবার এশিয়া কাপ না খেলার পথে বিসিসিআই। আগামী মাসে হতে চলা মহিলাদের ইমার্জিং এশিয়া কাপও নাকি বয়কট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কার্যত ক্রিকেট মহলে এই নিয়ে হৈচৈ শুরু পড়ে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত সেই জল্পনাতে এবার জল ঢাললেন বোর্ড সচিব। সম্প্রতি এসিসির কোনও প্রতিযোগিতা নিয়ে বোর্ড কিছুই ভাবছে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সেইসঙ্গ এখন বোর্ডের মূল লক্ষ্য হল আইপিএলকে যথাযথভাবে শেষ করা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেবজিৎ সাইকিয়া(Devajit Saikia) জানিয়েছেন, “এদিন সকাল থেকেই আমাদের নজরে একটি খবর আসে যে বিসিসিআই নাকি এশিয়া কাপ এবং আসন্ন মহিলাদের ইমার্জিং এশিয়া কাপে অংশগ্রহণ করবে না। এই খবরের কোনওরকম সত্যতা নেই। শুধু তাই নয় এসিসির প্রতিযোগিতা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকমের সিদ্ধান্তের জন্য আলোচনা পর্যন্ত বিসিসিআইয়ে হয়নি। এমনকি এসিসিকে চিঠি দেওয়া, এমনও কোনও ঘটনা হয়নি”।

এই মুহূর্তে বোর্ডের(BCCI) প্রধান লক্ষ্যই হল আইপিএলকে সূষ্ঠুভাবে পরিচালনা করা। সেইসঙ্গে সামনেই রয়েছে ইংল্যান্ডেপ বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। এই দুই প্রতিযোগিতা নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ নিয়ে এই খবর যে একেবারেই ভিত্তিহীন তা বলতে কোনও দ্বিধা নেই বোর্ড সচিবের।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...