কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ‘বাংলার বাড়ি’-র দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দেন, সব পালন করেন। কেন্দ্রের বঞ্চনায় আবাস যোজনার টাকা পাননি বাংলার মানুষ। তাঁদের প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার। পূর্ব ঘোষণা মতো, মঙ্গলবার বাংলার বাড়ি যোজনায় রাজ্যের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে শুরু করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া চালু হল। এদিন কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি তৈরির টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।

এদিন পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা আনুষ্ঠানিক ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। এর আগে গত ডিসেম্বরে ১২ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছিল রাজ্য। মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা তখনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো, এদিন থেকে বাংলার ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা।

মমতা বলেন, “আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেব, তারপরও কেউ বাকি থাকলে তাঁরও বাড়ি আমরা করে দেব।”
আরও খবর‘অপারেশন সিন্দুর’ নিয়ে সর্বভারতীয় প্রতিনিধি দলে অভিষেক, মনোনীত করলেন তৃণমূল সভানেত্রী

ইতিমধ্যেই বাংলার বাড়ির প্রায় ৪৭ মানুষের পাকা বাড়ি করে দিয়েছে রাজ্য। এই পর্যায়ে ১২ লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়া হল। বাকি ১৬ লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

spot_img

Related articles

কলকাতার আকাশে দুর্যোগের মেঘ! একাদশীতে কমলা সর্তকতা তিলোত্তমায় 

পাঁচ দিনের আনন্দের পর সপরিবারে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। শাস্ত্র মেনে দশমীতে দেবীর দর্পণ-ঘট বিসর্জন হলেও এখনও মৃন্ময়ী...

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায়...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার...