উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে এখনই নিয়োগ করা যাবে না (No recruitment in Super Numerary Post)। সুপার নিউমেরারি নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চের যে স্থগিতাদেশ ছিল তা আপাতত বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন (Soumen Sen) এবং বিচারপতি স্মিতা দাসের (Smita Das) ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায় যেহেতু অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি নিয়ে মামলাটি সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। তাই এই অবস্থায় যদি অন্তর্বতী নির্দেশে হস্তক্ষেপ করা হয় সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়তে পারে।

গত ৭ মে বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu) বেঞ্চ সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরিপ্রার্থীদের একাংশ।তাঁদের আইনজীবীর বক্তব্য, দীর্ঘ দিন কি অন্তর্বতী স্থগিতাদেশ বহাল থাকতে পারে। দু’বছর ধরে অপেক্ষায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। আগামী ১৮ জুন সিঙ্গল বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালত কী পর্যবেক্ষণ জানায় তার উপর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করে আছে।

–

–

–

–
–

–
–

–

–

–

–

–

–

–

–
–