আন্দোলনে চিকিৎসকরা! গরহাজিরায় এনআরএস-এর চিকিৎসকদের নির্দেশিকা কর্তৃপক্ষের

Date:

Share post:

অভয়ার বিচার চেয়ে আন্দোলন থেকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার প্রকাশ্যে এসেছেন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। রাজ্যের তরফে আন্দোলনের গণতন্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়নি বলেই যে কোনও ইস্যুতে পথে নেমে আন্দোলনে সাম্প্রতিক সময়ে বিরোধীদের উস্কানি বারবার দেখা গিয়েছে। যেখানে চিকিৎসকদের সামিল হওয়া নিয়েও বারবার রাজ্যের তরফে সতর্ক করা হয়েছে। তা সত্ত্বেও এন আর এস মেডিক্যাল কলেজে (NRS Medical Collega and Hospital) গরহাজির চিকিৎসকরা। তা নিয়ে এবার শোকজ নোটিশ পাঠাল জাতীয় মেডিক্যাল কমিশন।

৮টি গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজকে শোকজ নোটিশ পাঠিয়েছে জাতীয় মেডিক্যাল কমিশন। বলা হয়েছে, এনআরএস-এ (NRS Medical College and Hospital) মোট ২০টি বিভাগ রয়েছে। এর মধ্যে ১৮টি বিভাগে চিকিৎসকদের হাজিরা নিয়ে অনেক গরমিল আছে। কয়েক কোটি টাকার জরিমানাও ধার্য করা হয়েছে। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ডাক্তার, অধ্যাপক ও কর্মচারীদের জন্য একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি জারি করেছে।

অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ডিউটি শুরু হওয়ার আগে ও শেষ হওয়ার পর ফেস বায়োমেট্রিক (face biometric) বাধ্যতামূলক। বায়োমেট্রিকে হাজিরা না দিলে সেই চিকিৎসক বা অধ্যাপককে অনুপস্থিত ধরা হবে। এছাড়াও, ছুটির জন্য আগে থেকে আবেদন জানাতে হবে। নিয়ম না মেনে ছুটি নিলে তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

জাতীয় মেডিক্যাল কমিশনের তরফে যে নোটিশ পাঠানো হয়েছে এন আর এস কর্তৃপক্ষকে সেখানে বেশ কিছু গরমিল নিয়ে অভিযোগ তোলা হয়েছে। হাসপাতালে এখনও পর্যন্ত কতজন মানুষ চিকিৎসা পেয়েছেন বা কতজন মারা গিয়েছেন সে বিষয়েও সঠিক তথ্য নেই। এমবিবিএস পরীক্ষাও সঠিক নিয়ম-শৃঙ্খলা মেনে নেওয়া হচ্ছিল না, এমন অভিযোগও তোলা হয়েছে। চিকিৎসকদের সঠিক নিয়মে ডিউটি ও হাজিরা সংক্রান্ত নিয়মে রাশ টেনে এই সংক্রান্ত সমস্যাগুলির সমাধানের পথে এন আর এস কর্তৃপক্ষ।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...