Friday, November 7, 2025

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

Date:

Share post:

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)! অন্তত তাদের সর্বভারতীয় সংগঠনের ফেসবুক পেজ দেখলে সেটাই মনে হচ্ছে। উপরে সম্মেলনের দিনক্ষণ, আর নীচে মঙ্গলবারের আইপিএলের খেলার পোস্টার। সেই পোস্টারের মধ্যেও আবার এসএফআই সম্মেলনের দিন ও তারিখ। যদিও কোণঠাসা হয়ে এই মরিয়া প্রচেষ্টা বলে মানতে নারাজ SFI-নেতা সৃজন ভট্টাচার্য। তাঁর কথায়, তরুণ প্রজন্মের আইপিএল প্রীতিকে মাথায় রেখেই না কি এই পোস্টার।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে এসএফআই এতদিন নিজেদের অস্তিত্ব জাহির করেছে। কিন্তু এবারের ছাত্র সংগঠনের নির্বাচনে সামগ্রিকভাবে বামেরা জিতলেও এসএফআইয়ের কোনও প্রার্থী জিততে পারেননি। জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনে নিজেদের ক্ষমতা জাহির করতে বাম জোটে ভাঙন ধরায় এসএফআই। AISA ও DSF একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও, SFI এবং AISF BAPSA এবং PSA এর সঙ্গে আলাদা জোট গঠন করে। আর তাদের যে পায়ের তলায় মাটি নেই সেটা ভোটের ফল বেরোতেই স্পষ্ট হয়ে যায়। AISA ও DSF নিজেদের জায়গা ধরে রাখলেও শূন্য হয়ে যায় SFI। সংগঠনের ভিত নিয়ে স্বাভাবিক কারণেই চিন্তিত নেতৃত্ব। এই পরিস্থিতিতে আগামী মাসের ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত কোঝিকোড়ে এসএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। সেই সম্মেলনে কতজন সদস্য আসবেন তা নিয়ে বোধ হয় সংশয়ে নেতৃত। না হলে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় আইপিএল খেলার পোস্টারকে কেন হাতিয়ার করতে হয়েছে বামেদের ছাত্র সংগঠনকে? তাদের সোশ্যাল মিডিয়া পেজে দেখা যাচ্ছে, এদিনের আইপিএল ম্যাচের পোস্টার তার উপরে আবার সম্মেলনের স্থান তারিখ। অর্থাৎ “চাঁদ দেখতে গিয়ে যদি” তারিখটাও দেখা যায়।

যদিও এই বিষয় নিয়ে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, অতীতেও জনপ্রিয় খেলার বিষয় নিয়ে পোস্ট করেছেন তাঁরা। আইপিএল অত্যন্ত জনপ্রিয় তরুণ প্রজন্মের মধ্যে। আর এসএফআইয়ের সদস্য মানেই তরুণরা। সেই কারণেই তাঁদের যেটাতে আগ্রহ সেই পোস্টারই ছাপা হয়েছে। তাহলে তার উপরে সম্মেলনের স্থান, তারিখ কেন? এর উত্তরে সৃজন জানান, সমস্ত রকম ভাবেই সম্মেলনের প্রচার চলছে। ডিজিটাল মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পছন্দের বিষয়গুলিকে হাজির করে প্রচার চলছে। আইপিএলের জনপ্রিয়তাকে মাথায় রেখেই এই পোস্টার।

এর আগেও অবশ্য “টুম্পা সোনা”র মতো চটুল গানকে ব্যবহার করে ব্রিগেট সমাবেশে লোক টানতে মরিয়া চেষ্টা করেছিল সিপিএম। এবার নিজেদের জনপ্রিয়তা নয়, আইপিএল-সহ অন্যান্য বিষয়ের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সম্মেলনের প্রচার করতে চাইছে এসএফআই! বলছে বিরোধীরা।

আরও পড়ুন – মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...