Wednesday, August 27, 2025

ইংল্যান্ড সফরের আগে বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানালেন জসপ্রীত বুমরাহ

Date:

Share post:

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার আগেই জসপ্রীত বুমরাকে(Jasprit Bumrah) নিয়ে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে সবকটি ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের এই তারকা পেসার। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) নাকি দল নির্বাচন বৈঠকে তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি ম্যাচ খেলতে না পারার কথা জানিয়ে দিয়েছেন। আর তাতেই যে এই সিরিজে অধিনায়ক হওয়ার দৌড়ে জসপ্রীত বুমরাহ নেই তাও বেশ স্পষ্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতের নতুন টেস্ট অধিনায়কের(Test Captaincy) নাম ঘোষণা হয়ে যাবে। এতদিন সেখানে জসপ্রীত বুমরাহ এবং শুভমন গিলের নামই ঘোরাফেরা করতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত শোনা যাচ্ছে শুভমন গিলই খানিকটা এগিয়ে গিয়েছে। কারণ জসপ্রীত বুমরাহ ইতিমধ্যেই বিসিসিআইকে তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি টেস্টে না খেলার কথা জানিয়ে দিয়েছেন।

পাঁচ ম্যাচের সিরিজে নাকি মাত্র তিনটি টেস্টই খেলবেন জসপ্রীত বুমরাহ। তাঁর শরীর নাকি এখনও একটানা পাঁচ টেস্ট খেলার মতো জায়গায় নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দল সেই ম্যাচে সাফল্যও পেয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টেই চোট পেয়েছিলেন বুমরাহ।

আর সেই চোটের কারণেই দীর্ঘদিনের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এই আইপিএল দিয়েই ফের একবার মাঠে ফিরেছেন বুমরাহ। এরমাঝেই বিরাট ও রোহিতের অবসর। সেই সময় থেকেই ভারতীয় দলের অধিনায়ক নিয়ে একটা চর্চা শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতে জসপ্রীত বুমরার নামই শোনা যাচ্ছিল। কিন্তু বোর্ড সূত্রে খবর ছিল তিনি নাকি সম্পূর্ণ সিরিজ খেলবেন না। শেষমেশ সেটাই হচ্ছে। তিনি বোর্ডকে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি ম্যাচ না খেলার কথা।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...