Friday, August 22, 2025

ভারতীয় দলে বৈচিত্রের অভাব, সাফ বার্তা সঞ্জয় সেনের

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় ফুটবল দল। কিন্তু সেই ম্যাচে নামার আগে সুনীল ছেত্রী(Sunil Chetri), শুভাশিস বোসরা(Shubhasish Bose) কতটা তৈরি। বাংলা দলের কোচ সঞ্জয় সেন(Sanjay sen) সরাসরি না বললেও, ভারতীয় দলে(Indian Football Team) যে বৈচিত্রে যথেষ্ট অভাব রয়েছে তা বলতে দ্বিধা করছেন না। অন্তত বাংলার বিরুদ্ধে জেতার জন্য ভারতীয় দলকে যে ভাবে খেলতে হয়েছে, তা কিন্তু চিন্তা বাড়ানোর জন্য যথেষ্টই। ভারতের বৈচিত্রের অভাবটা তাদের সমস্যা বাড়াতে পারে বলেই মনে করছেন সঞ্জয় সেন(Sanjay Sen)।

সেইসঙ্গে ফুটবলারদের ক্লান্তিও একটা অন্যতম বড় চিন্তার কারণ বলে মনে করছেন তিনি। গত সোমবার কলকাতায় প্রস্তুতি ম্যাচে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় ফুটবল দল(Indian Football Team)। সেখানেই নিজেদের শক্তি ও দুর্বলতা দেখে নিতে চেয়েছিল। ভারতের আক্রমণভাগ যে বেশ চিন্তায় রাখছে ভারতীয় কোচকে তা সঞ্জয় সেনের(Sanjay Sen) কথা থেকেই স্পষ্ট। হংকং ম্যাচ যে ভারতের সামনে বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে তাও বলতে দ্বিধা করেননি তিনি।

সুনীল ছেত্রীদের সঙ্গে সমানে সমানে লড়াই করেছিল এদিন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল। ম্যাচ এক সময় ১-১ গোলে ড্র হয়েছিল। যদিও শেষ মুহূর্তে ভারতীয় দল কোনওরকমে একটি গোল করে ম্যাচ জেতে। তবে সেখানে ভারতীয় ফুটবলারদের কৃতিত্ব নেই বলেই মনে করছেন সঞ্জয় সেন। বরং বহু জায়গায় ভারতীয় ফুটবল টিমে বৈচিত্রের অভাবের পাশাপাশি, ট্যাকটিক্স নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন সঞ্জয় সেন।

সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেন জানিয়েছেন, “আমার তাদেরকে খুব ক্লান্ত লেগেছে। সেইসঙ্গে এই দলে বৈচিত্রের অভাবটা বারবার চোখে পড়েছে। অর্থাৎ যখন খেলা বার করা যাচ্ছে না সেই সময় যে নানান ট্যাকটিক্স কাজে লাগানো। সেটা এদিনের ম্যাচের ৯০ মিনিটে একবারও চোখে পড়েনি। ভারতীয় দলের ফুটবলাররা তো সেভাবে ওপেনিংই করতে পারছিলেন না। আমাদের ছেলেদের ভুলেই তো দুটো গোল করেছে”।

এদিন বাংলার সন্তোষ জয়ী ফুটবলাররা যেভাবে খেলেছেন সুনীল ছেত্রী, মনবীর সিং, শুভাশিস বোসদের বিরুদ্ধে, তাতে আপ্লুত সঞ্জয় সেন। তাঁর দলের থেলেদের এমনই একটা ম্যাচের প্রয়োজন ছিল বলে মনে করছেন তিনি। ফুটবলাররা এখানে নিজেদের প্রমাণ করেছে বলেই মনে করছেন তিনি। সেইসঙ্গে বাংলাতেই যে ফুটবলটা বেঁচে আছে সেই বার্তাও যে এদিন তাঁর দল দিয়েছে, তা বলতে দ্বিধা নেই সঞ্জয় সেনের।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...