Friday, December 26, 2025

দেনার দায়ে স্ত্রী কন্যাকে খুন করে আত্মঘাতী চন্দননগরের প্রৌঢ়! চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

পাওনাদারের ঋণ শোধ করতে না পারায় এবার জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল হুগলির চন্দননগরের (Chandannagar, Hooghly)এক পরিবার। মানসিক অবসাদ থেকে প্রথমে স্ত্রী এবং কন্যাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে খুন, তারপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন প্রৌঢ়। কলুপুকুর গরেরধার এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ট্যাংরা এবং হরিয়ানার পঞ্চকুলার ঘটনার ছায়া যেন বুধবার গভীর রাতে স্পষ্ট দেখতে পেলেন চন্দননগরের মানুষ। মৃতদের নাম বাবলু ঘোষ (৬২), প্রতিমা ঘোষ (৪৬)ও নাবালিকা পৌষালি ঘোষ (১৩)। ঘটনার প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Commissionerate) এসিপি সুমন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মা ও মেয়ের দেহ পাওয়া গিয়েছে খাট থেকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তাঁদের রড দিয়ে আঘাত করা হয়েছিল। চিলেকোঠাতে বাবলু ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঋণের কারণে এই ঘটনা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয়রা বলছেন, বাবলু আগে একটি টিনের বাক্স তৈরির কারখানায় কাজ করতেন। এরপর টোটো চালক হিসেবেও কাজ করেছেন। পরের দিকে সাট্টার প্যাড লিখতেন। বাজারে প্রায় লক্ষাধিক টাকার দেনা ছিল তাঁর। নিত্যদিন পাওনাদাররা এসে তাগাদা দিতেন। ধীরে ধীরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন বাবলু। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে চন্দননগর থানায় খবর আসে কলুপুকুর গরেরধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাত দুটোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। ধারদেনার কারণেই চরম সিদ্ধান্ত কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে ২৯০০ সংখ্যালঘু-হামলার ঘটনা: তোপ দাগল ভারত

নির্বাচন আসন্ন। তার মধ্যেই খুন নির্বাচনের প্রার্থী তথা বাংলাদেশের জনপ্রিয় নেতা ওসমান হাদি। খোদ হাদির পরিবার এর পরে...

কমিশনের শুনানি শনি থেকে: শুধু আধারকে নথি মানছে না EC

সুপ্রিম কোর্টের চাপে আধারকার্ডকে দলের অতিরিক্ত খেলোয়াড়ের মতো দলের তালিকায় নাম রেখেছে নির্বাচন কমিশন। তবে সেই অতিরিক্ত খেলোয়াড়কে...

লগ্নজিতার পরে এবার অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার গায়িকা মধুবন্তী!

লগ্নজিতার হেনস্থার রেশ কাটতে না কাটতেই ফের হেনস্থার শিকার মধুবন্তী। সোশ্যাল মিডিয়ায় তিক্ত অভিজ্ঞতার জানিয়েছেন জনপ্রিয় গায়িকা মধুবন্তী...

মানবে না হার, তৃণমূল আবার: ছাব্বিশের স্লোগান বেঁধে দিলেন অভিষেক

“মানবে না হার, তৃণমূল আবার। বাঁচতে চাই, বিজেপি বাই।“ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন স্লোগান বেঁধে দিলেন তৃণমূলের...