পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে দ্বিতীয় প্লেঅফে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। সেই ম্যাচের আগেই জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার বরুণ অ্যারণ(Varun Aaron)। তাঁর মতে জসপ্রীত বুমরার(Jasprit Bumrah) যে বোলিং লাইনআপে থাকবে, তাদের কাছে যেকোনও ব্যাটিং লাইনআপই দুর্বল। কার্যত জসপ্রীত বুমরাহকে যেকোনও কঠিন অসুখের যথাযথ ভ্যাকসিন হিসাবেই সম্বোধন করছেন বরুণ অ্যারণ।

এবারের আইপিএলের প্রথম থেকে ছিলেন না জসপ্রীত বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্সও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারছিল না। তাদের বোলিং সকলের কাছেই অত্যন্ত দুর্বল ছিল। কিন্তু বুমরার ফেরার পর থেকেই ফের বদলে গিয়েছে চিত্রটা। ম্যাচ যত এগিয়েছে, ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন জসপ্রীত বুমরাহ। এমনকি মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় প্লেঅফে পৌঁছনোর রাস্তাও সুগম করেছিলেন তিনি।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেও জসপ্রীত বুমররার মোক্ষম সময়ে উইকেটটাই সমস্ত চিত্রটা বদলে দিয়েছিল। সেই সময় এসেই ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই বাজিমাত করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার পঞ্জাব কিংসের বিরুদ্ধেও যে সেই জসপ্রীত বুমরার মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।

তাঁকে নিয়ে উচ্ছ্বসিত বরুণ অ্যারণও। বুমরাহ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “তিনি একটা ভ্যাকসিন, যা সমস্ত ধরণের অসুখ ঠিক করে দিতে পারে। তিনি এমন একজন বোলার, যে সময় তোমার উইকেট তোলা প্রয়োজন, সেই তিনি আসবেন এবং উইকেট তুলে নিয়ে চলে যাবেন। আবার যদি রান বন্ধ করতে চাও, সেই সময় সেটাই করে দিয়ে যাবেন তিনি”।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগেও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের ভরসা যে সেই জসপ্রীত বুমরাহ তা বলার অপেক্ষা রাখে না। শ্রেয়সদের বিরুদ্ধে ফের একবার বুমরার জ্বলে ওঠার দিকেই তাকিয়ে সকলে।

–

–

–

–

–

–
–
–
–
–