পহেলগাম জঙ্গি হামলা এবং ‘অপারেশন সিন্দুর’-এর পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি বিরোধী জোটের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তৎপর হয়ে কেন্দ্রের বিরুদ্ধে মঙ্গলবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’ জোটের অন্তর্ভুক্ত প্রায় ১৯টি বিরোধী দল। তৃণমূলের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত থাকবে কংগ্রেস, সপা, ডিএমকে, আরজেডি, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), জেএমএম, এনসি, আপ, সিপিআই (এমএল) ও মিম-সহ আরও বেশ কয়েকটি দল। সূত্রের খবর, এই দলগুলি প্রধানমন্ত্রীর উদ্দেশে যৌথভাবে একটি স্বাক্ষরিত চিঠি পাঠাবে, যেখানে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানানো হবে। সেই চিঠি প্রধানমন্ত্রীকে দেওয়া হতে পারে মঙ্গলবার বা বুধবার।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “যে সব দল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তারা সবাই একজোট হয়ে বিশেষ অধিবেশন চাচ্ছে। আমরা চাচ্ছি, এই অধিবেশন জুন মাসেই হোক।”

তৃণমূলের তরফে জানানো হয়েছে, পাকিস্তানি জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুর নিয়ে দেশবাসীর কাছে প্রকৃত তথ্য তুলে ধরা প্রয়োজন। সেই কারণেই স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে সংসদে আলোচনার দাবি উঠছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন, এই ইস্যুতে কেন্দ্রকে সমর্থন করা হলেও, জনগণের সামনে স্বচ্ছ ব্যাখ্যা থাকা আবশ্যক। ইতিমধ্যেই তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা দলীয় কার্যালয়ে বৈঠক করে সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রায় এক ঘণ্টার বৈঠকে মিলিত হন এবং অধিকাংশ সাংসদ স্বাক্ষরিত চিঠি প্রস্তুত করেন।

বিরোধী জোটের এমন সম্মিলিত পদক্ষেপকে কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করার কৌশল বলেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার, প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন – বাংলার বেলায় টাকা বন্ধ, মোদি রাজ্য বলে কি ছাড়! প্রশ্ন তৃণমূলের

_

_

_

_

_

_
_
_
_
_