Thursday, August 21, 2025

এখনই দিল্লি যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলার বকেয়া আদায়ের ৯ জুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) দিল্লি যাচ্ছেন বলে সূত্রের খবর ছিল। কিন্তু জানা গিয়েছে, এখনই দিল্লি যাচ্ছেন না মমতা। পরে প্রয়োজনমতো তিনি রাজধানী যাবেন।

কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা। প্রতিটি রাজ্যের জন্য প্রকল্প বরাদ্দের পরিকল্পনা করে মোদি সরকার। অথচ প্রকল্প বাস্তবে পায় বিজেপি বা NDA শাসিত রাজ্যগুলিই। যতবার বাংলা তার কেন্দ্রীয় বকেয়া বরাদ্দের দাবি জানায়, ততবার নতুন নতুন খাতে বরাদ্দ বন্ধের পথে হাঁটে কেন্দ্র। বাংলার বকেয়ার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দিল্লিতে চিঠি লিখে, সশরীরে গিয়ে দাবি জানিয়েছেন তিনি।

একটি সূত্রে জানা গিয়েছিল আগামী সোমবার ৯ জুন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনই যাচ্ছেন না মমতা। পরে পরিস্থিতি তৈরি হলে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত দিল্লিতে সংসদের অধিবেশন চলাকালীন তিনি একবার দিল্লি গিয়ে তাঁর পুরনো সহযোদ্ধাদের সঙ্গে দেখা করেন।

বাংলার বকেয়া নিয়ে কলকাতা (Kolkata) থেকে দিল্লির বুকেও তৃণমূলের (TMC) আন্দোলন আছড়ে পড়েছিল। কলকাতায় ধর্না হয়েছে। দিল্লিতে আন্দোলন করতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)-সহ একাধিক সাংসদকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার পরেও বকেয়া মেলেনি। একশো দিনের কাজের টাকা, আবাসের টাকা (বাংলার বাড়ি প্রকল্পে) মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার। যা আদতে দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। তৃণমূলের কাছে হেরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা হয়েছে। যার প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেও যদি বকেয়া না মেলে তাহলে ফের বাংলার মানুষের কাছে মুখ পুড়বে বিজেপির। ভোট বাক্স আরও খালি হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের।

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...