Thursday, August 21, 2025

চুপিসারে পুরীর প্রাক্তন সাংসদকে বার্লিন প্রাসাদের ছাদে বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া

Date:

Share post:

সুবক্তা। দলের হয়ে সাংসদে ঝড় তোলেন। ঝকঝকে ব্যক্তিত্ব। ছিপছিপে চেহারা। বরাবরাই চর্চায় তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। ফের তিনি সংবাদ শিরোনামো। এবার কারণ মোটেও রাজনৈতিক নয়। একেবারেই ব্যক্তিগত। কিন্তু সেই খবরই এখন ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যম জুড়ে। চুপিসারে বিয়ে সারলেন তৃণমূল সাংসদ মহুয়া। পাত্রও রাজনৈতিক ব্যক্তিত্ব। পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র (Pinaki Mishra)। আর বিয়েও হল রাজকীয় পরিবেশে। ৩ মে জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পিনাকী মিশ্রের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

এর আগেও মহুয়ার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় এসেছেন মহুয়া (Mahua Moitra)। বিতর্কও ছড়িয়েছে। আবার সব দক্ষ হাতে সামলে নিয়েছেন দীর্ঘদিনের রাজনীতিবিদ। পিনাকীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক মহুয়ার। ঘনিষ্ঠমহল তাঁদের বিয়ের কথা জানত। ৫১ বছরের মহুয়া ও ৬৫ বছরের পিনাকী দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। ভিড় এড়িয়ে জার্মানির প্রাচীন বার্লিন প্রাসাদের ছাদে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করলেন তাঁরা। বিয়ের পরেই নবদম্পতির হাসিমুখের ছবি ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। মহুয়ার পরনে পিচ গোলাপি ও সোনালি জরির কাজ করা শাড়ি। চওড়া হার, দুল, টিকলিতে আরও সুন্দরী দেখাচ্ছিল তাঁকে। পিনাকীর পরনে সাদা কুর্তা, সোনালি জ্যাকেট। দুজনকে পারফেক্ট কাপল দেখাচ্ছে ছবিতে।

কংগ্রেস থেকেই মহুয়া ও পিনাকীক রাজনৈতিক জীবন শুরু। মহুয়া কম সময়ই কংগ্রেসে (Congress) ছিলেন। ২০০৯-এ জেপি মর্গ্যানের চাকরি ছে়ড়ে কংগ্রেসে যোগ দেন মহুয়া। রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘আম আদমি কা সিপাহি’তেই নজর কাড়েন মহুয়া। ২০১০-এ যোগ দেন তৃণমূলে। ২০১৬ সালে তৃণমূলের টিকিটে প্রথম করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হন। হিন্দি-ইংরেজিতে সাবলীল মহুয়াকে সংসদে পাঠায় তৃণমূল। ২০১৯ ও ২০২৪- কৃষ্ণনগর থেকে নির্বাচিত হন মহুয়া। এদিকে ১৯৯৬ সালে পিনাকী কংগ্রেসের টিকিটেই প্রথম সাংসদ হন পুরী থেকে। পরে তিনি কংগ্রেস ছেড়ে বিজু জনতা (BJD) দলে যোগ দেন। বিজেডি-র হয়েই ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পুরী থেকে জেতেন। তবে, ২০২৪-এ তাঁকে টিকিট দেননি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ঘটনা প্রবাহে সম্প্রতি কাছাকাছি এসেন এই দুই বন্ধু। তার পরের ঘটনা বার্লিন প্রাসাদের ছাদে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...