Sunday, November 16, 2025

বিহার ভোটের আগে এনডিএর গলায় কাঁটা নীতিশ! মুখ্যমন্ত্রী পদ নিয়ে চাপানউতোর তুঙ্গে

Date:

Share post:

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরই বিহারে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে ফের জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) অন্দরেই অস্বস্তির কেন্দ্রে জেডিইউ প্রধান নীতিশ কুমার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে নিজের নাম আগাম ঘোষণা করার দাবি জানিয়ে বিজেপির উপর চাপ বাড়াচ্ছেন পোড়খাওয়া এই রাজনীতিক।

দলীয় সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এই পদক্ষেপ নিতে চলেছেন নীতিশ। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিহারে বিজেপি ভোটে জিতলেও, পরে নিজেদের পছন্দের মুখ্যমন্ত্রী বসানোর পথে হাঁটতেই পারে—এই আশঙ্কাই তাড়া করছে জেডিইউ প্রধানকে। ফলে বিজেপির উপর অন্ধ ভরসা রাখতে চাইছেন না তিনি।

এই প্রেক্ষাপটেই সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির ডাকা নীতি আয়োগের বৈঠক মাঝপথে ছেড়ে বেরিয়ে যান নীতিশ। এরপর থেকেই দিল্লির রাজনীতির অলিন্দে গুঞ্জন আরও জোরাল হয়। নীতিশ কুমার যে যে কোনও মুহূর্তে ডিগবাজি দিতে পারেন, তা অতীতেই বহুবার দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিহারে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদি নাম না করে নীতিশ কুমারকে “পল্টুরাম” বলে কটাক্ষ করেন। বারবার রাজনৈতিক অবস্থান বদলালে নেতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়—এই বার্তাও দেন তিনি। ফলে এনডিএ-তে জেডিইউ প্রধানের আস্থা যে এখন তলানিতে, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই।

রাজনৈতিক মহলের মতে, বিজেপি বিহারে নীতিশের জনপ্রিয়তাকে ভোট বৈতরণী পার হওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করলেও, পরে নিজস্ব মুখ্যমন্ত্রী বসানোর সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়ে নীতিশের সন্দেহ থেকেই এই আগাম দাবির কৌশল। এখন দেখার, বিজেপি নেতৃত্ব নীতিশের দাবি মানে কি না, নাকি আবারও জোট রাজনীতিতে ভাঙনের সুর শোনা যায়।

আরও পড়ুন – অপারেশন সিন্দুরের পর বড় পদক্ষেপ বিএসএফের, কাশ্মীরে তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণ শুরু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...