স্মার্ট ক্লাসে কেন্দ্রের ছেঁকা! দেড় হাজার কোটি বকেয়ার জেরে পিছিয়ে পড়ছে বাংলার পড়ুয়ারা

Date:

Share post:

স্মার্ট ক্লাসরুম তৈরিতে বড়সড় আর্থিক সংকটে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের বঞ্চনার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের শিক্ষা পরিকাঠামো। রাজ্য সরকারের দাবি, দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় সরকার প্রায় দেড় হাজার কোটি টাকা মঞ্জুর না করায় রাজ্যের স্কুলগুলিতে আধুনিক শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হচ্ছে না। ফলে পড়ুয়ারা পিছিয়ে পড়ছে প্রযুক্তিনির্ভর যুগে।

শিক্ষা দফতরের এক শীর্ষ কর্তার কথায়, “চলতি অর্থবর্ষে ২৪২টি স্মার্ট ক্লাস তৈরির পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কেন্দ্রকে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। দুই বছর ধরে কেন্দ্র নিশ্চুপ।”

কেন্দ্রীয় ‘সমগ্র শিক্ষা মিশন’ প্রকল্পের আওতায় আগে ৮০:২০ অনুপাতে টাকা বরাদ্দ হত— অর্থাৎ ৮০ শতাংশ কেন্দ্র ও ২০ শতাংশ রাজ্য। কিন্তু এখন সেই অনুপাত দাঁড়িয়েছে ৬০:৪০। তাও কেন্দ্র নিয়মমাফিক টাকা পাঠাচ্ছে না বলে অভিযোগ। বর্তমানে যে অল্প অর্থ বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে রাজ্যের অংশও রয়েছে। ফলে ৩৪২টি স্মার্ট ক্লাসরুম তৈরির লক্ষ্য থাকলেও এখনও পর্যন্ত মাত্র ১০০টি ক্লাসরুম গড়ে তোলা সম্ভব হয়েছে।

রাজ্য সরকারের বক্তব্য, কেন্দ্রের অনুদান না আসায় একদিকে যেমন প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার থমকে গিয়েছে, তেমনই স্কুলে স্কুলে ডিজিটাল ব্যবস্থার স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে। শিক্ষা মহলের আশঙ্কা, কেন্দ্র এভাবে আর্থিক অনুদান আটকে রাখলে, বাংলার ছাত্রছাত্রীরা ডিজিটাল শিক্ষার দুনিয়ায় পিছিয়ে পড়বে। আধুনিক পাঠ্য পদ্ধতির সঙ্গে তাল মেলাতে না পেরে ভবিষ্যতে তাদের প্রতিযোগিতামূলক দুনিয়ায় অসুবিধায় পড়তে হবে।

রাজ্যের এক শিক্ষা আধিকারিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিল্লিতে বহুবার দরবার করেও কোনও লাভ হয়নি। বারবার ফাইল পাঠানো হয়েছে, মন্ত্রক স্তরে বৈঠক হয়েছে। তবু টাকা মেলেনি। শিক্ষা নিয়ে এত উদাসীনতা দুর্ভাগ্যজনক।” রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই কেন্দ্রের উপর চাপ বাড়ানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর। তবে কেন্দ্রীয় স্তর থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

শিক্ষা দফতরের মতে, দ্রুত এই বকেয়া মিটিয়ে নতুন স্মার্ট ক্লাসরুম তৈরিতে কেন্দ্র সহযোগিতা না করলে রাজ্যের হাজার হাজার স্কুল ও লক্ষ লক্ষ পড়ুয়া ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মূল স্রোতের বাইরে চলে যেতে পারে।

আরও পড়ুন – বদলি না নিলে অনিকেতের বিরুদ্ধে পদক্ষেপ নয়, আদালতের মৌখিক নির্দেশে আশ্বাস রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

Gold Silver Price: ক্রমশ ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ১৩ অক্টোবর, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২২৯৫ ₹     ১২২৯৫০ ₹ খুচরো পাকা সোনা   ১২৩৫৫...

রাজীব কুমারের বিরুদ্ধে মামলায় CBI-এর ভূমিকা ‘শকিং’! কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতি গভাই-এর

ফের আদালতে কড়া প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন গত ৬ বছরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কোনও...

ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যাল, ব্যাপক পতনের পরও এগিয়ে চলছে

ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি হল বেঙ্গল কেমিক্যালস (Bengal Chemicals) অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।...

দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ১: ড্রোন উড়িয়ে জঙ্গলে তল্লাশিতে ধৃত

রবিবার দিনভর ড্রোন উড়িয়ে ধর্ষণে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেই তল্লাশিতেই গ্রেফতার চতুর্থ অভিযুক্ত (accused)। এখনও অধরা...