ওবিসি শংসাপত্র বাতিল মামলায় (OBC Certificate Case) আজ অন্তর্বর্তী রায় দিতে পারে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। এই মামলার জন্য রাজ্যের একাধিক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার এজলাসে এই সংক্রান্ত সব তথ্য পেশ করেন রাজ্যের আইনজীবী।

সোমবার বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) সাফ জানিয়েছেন, মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর তালিকা তৈরি করেছে। এই মামলায় রাজ্যের তরফে করা সমীক্ষা নিয়ে আপত্তি জানিয়ে মামলাকারীদের বক্তব্য ছিল হাইকোর্টের রায় মেনে সমীক্ষা হয়নি। এমনকি জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রাখা হয়েছে বলেও দাবি করেন তাঁরা। কিন্তু রাজ্য সাফ জানিয়েছে, গোটা বাংলা জুড়েই বেঞ্চমার্ক সমীক্ষা করা হয়েছে। এমনকি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আদালতের নির্দেশ মেনেই। সোমবার দুপক্ষের যুক্তি শোনার পর মঙ্গলবার ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোন অন্তর্বর্তী নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–