Thursday, November 13, 2025

৯ হাজার টাকা বেতনের শ্রমিকের ৭ কোটি টাকা GST বকেয়া! বাড়িতে হানা আধিকারিকদের

Date:

Share post:

৯ হাজার টাকা আয়ের একজন সাধারণ কারখানার শ্রমিক। অথচ, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজ্য জিএসটি (GST) দফতরের দাবি, তিনি কোটি কোটি টাকার ব্যবসা করেন! সাত কোটি টাকার জিএসটি (GST) ফাঁকি দিয়েছেন! এমন অবিশ্বাস্য অভিযোগে তাজ্জব ডোমজুড়ের খাটোরার যুবক কার্তিক রুইদাস। ঘটনা প্রকাশ্যে আসে বৃহস্পতিবার দুপুরে। রাজ্য জিএসটি (GST) দফতরের ৬ সদস্যের একটি দল হানা দেয় কার্তিকের খাটোরার বাড়িতে। সে সময় কার্তিক কাজে ছিলেন। পরিবারের ফোন পেয়ে সাইকেল চেপে তড়িঘড়ি বাড়ি ফেরেন তিনি।

জিএসটি (GST) আধিকারিকদের অভিযোগ, কার্তিক ‘কেডি এন্টারপ্রাইজ’ নামে একটি সংস্থার মালিক। তাঁর নামে রয়েছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মাসে প্রায় ৩৬ কোটি টাকার লেনদেন হয় সেই অ্যাকাউন্টে। সংস্থার বিরুদ্ধে রয়েছে জিএসটি (GST) ফাঁকি, ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট এবং অবৈধভাবে মালপত্র মজুত রাখার মতো একাধিক অভিযোগ। কার্তিকের দাবি, “আমি একটা ছোট কারখানায় শ্রমিকের কাজ করি। মাসে মাত্র দশ হাজার টাকা পাই। স্ত্রী, ৯ বছরের কন্যা ও সদ্যোজাত পুত্রকে নিয়ে কোনওরকমে সংসার চালাই। জীবনে কোনওদিন ব্যবসা করিনি।”

পরিদর্শনের সময় আধিকারিকরা নিজেরাই হতবাক হয়ে যান। কার্তিকের ভাঙাচোরা ছোট বাড়ি, সরু গলি দিয়ে কোনও মালবাহী গাড়ি তো দূরের কথা, রিকশাও যাওয়া দায়। আশেপাশে কোনও গুদাম, লোহার জিনিস বা অফিসের অস্তিত্ব নেই। তদন্তে দেখা যায়, জিএসটি পোর্টালে সংস্থার নামে থাকা দুটি মোবাইল নম্বরই ভুয়ো। কার্তিকের নিজের নম্বর এবং তথ্যের সঙ্গে মিল নেই। তাঁর আধার, প্যান, ইলেকট্রিক বিলের তথ্য ব্যবহার করে কে বা কারা একটি শেল কোম্পানি গড়ে তোলে, সেই সন্দেহ স্পষ্ট হয়।

এই ঘটনায় ডোমজুড় থানায় এবং হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন কার্তিক। পুলিশ আধিকারিক জানিয়েছেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কার্তিক রুইদাসের তথ্য চুরি করে কোনও গভীর ষড়যন্ত্র করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...