ইজরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু করেছিল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। সেই মতো প্রথম ধাপে ১১০ ভারতীয় পড়ুয়াকে ফেরানোর কাজ শুরু করা হল। আর্মেনিয়া (Armenia) হয়ে বুধবার দিল্লি রওনা হওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তেহরানে মেডিক্যাল পড়তে যাওয়া পড়ুয়াদের একটা বড় অংশ বেসমেন্টে কাটাচ্ছিলেন। সেখানে অত্যন্ত আতঙ্কের সময়ের বর্ণনা দিতে গিয়ে ইরানে (Iran) ‘ব্ল্যাক অ্যালার্ট’ (Black Alert) জারি বলে বর্ণনা করেন। সাইরেনের শব্দ হলে পরবর্তী মুহূর্তে কী হবে তারও নিশ্চয়তা ছিল না বলে জানান।

মঙ্গলবারই কোনও ক্রমে তেহরান (Tehran) থেকে সীমান্ত পেরিয়ে ১১০ জন ভারতীয় পড়ুয়া আর্মেনিয়ায় পৌঁছান। এর মধ্যে ৯০ জন জম্মু ও কাশ্মীরের নাগরিক। আর্মেনিয়া থেকে দিল্লি নিয়ে আসা হবে তাঁদের।

তবে এখনও বহু পড়ুয়া ও অধ্যাপক আটকে রয়েছেন তেহরানে। অন্তত ৭০ জন এমবিবিএস পড়ুয়া অপেক্ষা করছেন ভারতে ফেরার। বিভিন্ন বেসমেন্টে ইরানের (Iran) নাগরিকদের সঙ্গেই অপেক্ষা করছেন। দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে ভারতে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে না পারায় ভারতে তাঁদের আত্মীয়রাও চিন্তিত।

–

–

–

–

–

–

–
–
–
–