Sunday, August 24, 2025

বাংলায় কথা বলা কি অপরাধ? শ্রমিকদের পুশব্যক ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাংলায় কথা বলা কি অপরাধ? পরিযায়ী শ্রমিকদের পুশব্যকের ঘটনায় ফের একবার বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের চার, উত্তর ২৪ পরগনার দুই ও পূর্ব বর্ধমানের এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনায় বিজেপিশাসিত ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন তিনি। তাঁর কথায়, আপনারা কেন আমাদের রাজ্যের মানুষদের মারলেন। বাংলায় কথা বলা কি অপরাধ। এটা আমাদের মাতৃভাষা, প্রত্যেকের অধিকার রয়েছে তাদের মাতৃভাষায় কথা বলার। আমি সব ভাষাকে ভালবাসি প্রত্যেক মানুষের অধিকার রয়েছে তাদের স্থানীয় ভাষায় কথা বলার। আমরা সেটাকে সম্মান করি। কিন্তু আপনাদের ডবল ইঞ্জিন সরকার মানুষদের বুলডোজ করছেন। আপনারা মানুষদের নিরাপত্তা দিতে পারেন না। ইন্টারন্যাশনাল ফ্লাইটে চারটে করে ইঞ্জিন হয়। কিন্তু দুটো খারাপ হয়ে গিয়েছিল কীভাবে? সেজন্যই আমি আপনাদের ডবল ইঞ্জিন বলছি।

এর আগে বিধানসভাতেও তিনি প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আধার, প্যান-সহ সমস্ত ভারতীয় পরিচয়পত্র দেখানো সত্ত্বেও শুধুমাত্র ভাষার ভিত্তিতে এই অন্যায় হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

এদিকে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, বাংলার কিছু নাগরিককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মুম্বইয়ের সেই ঘটনা সামনে এসেছে। তাদের কাছে যাবতীয় তথ্য থাকা সত্বেও সেই তথ্য কেড়ে নিয়ে তাদেরকে বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। ঘটনা জানাজানি হতে মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেন। তারা সত্যিকারের বাংলাদেশি হলে ভারত সরকার ফিরিয়ে আনত না। তারা ভারতবর্ষের বাসিন্দা, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দা।

আরও পড়ুন – বাংলার মূলধারার ছবিতে ফের নাট্যকার বাদল, আসছে ‘পাগলা ঘোড়া’ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...