মর্জি মতো ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে বিশৃঙ্খলা তৈরি সুকান্তর, পাত্তাই দিচ্ছে না তৃণমূল

Date:

Share post:

শাসকদলের সঙ্গে বিরোধ করে আলাদা ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনে রাস্তায় হাঁটে বিজেপি। সেই পালনে বাংলার মানুষের সমর্থন থাকে না বলে, নিজেরাই গোলমাল পাকিয়ে খবরে আসার চেষ্টা থাকে বঙ্গ বিজেপির নেতৃত্বের। শুক্রবার রাজ্য বিধানসভা থেকে রেড রোডে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে যান শুভেন্দু অধিকারী (Shubhendu Majumder)। আর সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে যান। সেখানে নিরাপত্তার কারণে পুলিশ বাধা দিলে সুকান্তের সঙ্গে থেকে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে।

১৯৪৭ সালে ২০জুন রাজ‌্য বিধানসভায় ভোটাভুটিতে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাঙালীর সেই দুঃখের দিনকে রাজ্য দিবস হিসাবে পালন করে বিজেপি (BJP)। যদিও এই দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলে পালন করে না রাজ্য় সরকার। সর্বসম্মতিতে পয়লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হয়।

এদিন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের মূর্তিতে মাল্যদান করতে যান বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বাইকে চড়ে কিছুটা এগোতেই বাধা দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। এলাকায় হুলুস্থুলু বেঁধে যায়। এর জেরে রাস্তায় তীব্র যানজট হয়। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত।
আরও খবরনাবালিকার মৃত্যু নিয়ে মিথ্যাচার ও সাম্প্রদায়িক উস্কানি, বিজেপি নেতার মুখোশ খুলে দিল পুলিশ

এই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “যে যা পারে করুক, তাতে কিছু যায় আসে না।”

spot_img

Related articles

বারংবার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা! পকসো-তে মামলা, ধৃত অভিযুক্ত ‘প্রেমিক’

‘প্রেমিকের’ বারংবার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা (Minor)! মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতার দক্ষিণ বন্দর থানার পুলিশ। ধৃত কুতুবউদ্দিন শাহ...

কালীপুজো উপলক্ষ্যে ১৫ অক্টোবর বৈঠকে নগরপাল

সফলভাবেইব দুর্গা পুজো সামলেছে কলকাতা পুলিশ। শুধু কলকাতা নয় গোটা বাংলাতে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী পুলিশকে...

কসবা গণধর্ষণ মামলা: জামিন মঞ্জুর নিরাপত্তা কর্মীর

কসবার আইন কলেজের গণধর্ষণের মামলায় প্রায় ১০০ দিন পরে জামিন মঞ্জুর হল আইন কলেজের বেসরকারি নিরাপত্তা কর্মীর। ঘটনার...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...