Tuesday, December 2, 2025

বারাসতের কদম্বগাছিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা 

Date:

Share post:

শনিবার সন্ধ্যায় বারাসতের কদম্বগাছি এলাকার বামুনমোড়ায় একাধিক গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা অঞ্চলে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে ছাই হয়ে গিয়েছে কোটি টাকার সামগ্রী। ধোঁয়া, ছাই আর তীব্র দুর্গন্ধে এলাকা কার্যত অচল। আতঙ্কে আশপাশের ঘন জনবসতির মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অধীন বামুনমোড়া অঞ্চলের একটি বড় এলাকা জুড়ে গড়ে উঠেছে একাধিক সংস্থার গোডাউন। সেখানে শিশুদের ন্যাপকিন, রং ও ইলেকট্রনিক সামগ্রী মজুত ছিল। প্রাথমিক অনুমান অনুযায়ী, অন্তত ৮ থেকে ১০টি বড় গোডাউনে একযোগে আগুন ছড়িয়ে পড়ে।

শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রথম ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিরাপত্তার স্বার্থে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়। সেই সঙ্গে থমকে যায় ব্যস্ত বারাসত-টাকি রোড, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং পুলিশের পদস্থ আধিকারিকরা। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে তদন্ত শুরু হবে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রাসায়নিক দ্রব্য থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন – পার্থ সেনগুপ্ত স্মারক বক্তৃতা: আলোচনায় স্বাধীনতা সংগ্রামে বঙ্গীয় মুসলিমদের অবদান 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

SIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

সংসদের শীতকালীন অধিবেশনের(Winter Session) প্রথম দিন থেকেই উত্তাল দুই কক্ষ। বিরোধীদের প্রতিবাদ, ওয়েলে নেমে বিক্ষোভ, রাজ্যসভা থেকে ওয়াক...

ইডেনে শতরান করে নয়া ইতিহাস বৈভবের, প্রত্যাবর্তন হার্দিকের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকেই ব্যাট হাতে মন ভরাতে পারছিলেন না বৈভব সূ্র্যবংশী(Vaibhav Suryavanshi)।...

ভুল তথ্য জমা দেওয়ায় আরও ৩০১ চাকরি প্রার্থীর নাম বাতিল এসএসসির 

কেউ শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন, কেউ আবার ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ায় এবার কড়া পদক্ষেপ করল স্কুল...

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...