Tuesday, November 4, 2025

CFL-র ম্যাসকট গোলাপ ভাঁড়, ভূমিপুত্র বাড়ানোর বার্তা ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবারের সিএফএল (CFL) প্রিমিয়ার। সোমবার হয়ে গেল তারই ম্যাসকট উন্মোচন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) হাত দিয়েই প্রকাশ্যে এল সিএফএলের এবারের বিশেষ ম্যাসকট গোপাল ভাঁড় (Gopal Bhar)। মহারাজা কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভার এই সদস্য ছিলেন প্রখর বুদ্ধির মালিক। সেইসঙ্গে রয়েছে আরও নানান কীর্তি। এবার আইএফএ সেই গোপাল ভাঁড়কেই (Gopal Bhar) বেছে নিয়েছে তাদের ম্যাসকট হিসাবে। আইএফএর এই উদ্যোগের প্রশংসা শোনা গেল  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) গলাতেও। এবারের সিএফএল (CFL) প্রয়াত কিংবদন্তী পিকে বন্দ্যোপাধ্যায়কেই (PK Banerjee) উৎসর্গ করলেন আইএফএ কর্তারা। এদিনের অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। ক্রীড়ামন্ত্রীর পাশাপাশি ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। উপস্থিত ছিলেন প্রসুন বন্দ্যোপাধ্যায়, পিকে বন্দ্যোপাধ্যায়ের কন্যা, দীপেন্দু বিশ্বাস সহ মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সেন, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়দের মতো তারকারা।

সিএফএল ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ২৫ জুন নৈহাটি স্টেডিয়ামে এক বিরাট অনুষ্ঠান দিয়ে উদ্বোধন হবে সিএফএলের (CFL), জানিয়েছেন সচিব অনির্বাণ দত্ত। তারই ম্যাসকট এবং পিকে বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত স্টাম্প উন্মোচন হল সোমবার। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের(Arup Biswas) হাত দিয়েই হল সেই উন্মোচন। আইএফএ কর্তাদের প্রশংসা করেছেন তিনি। সেইসঙ্গে আগামী সিএফএলে ভূমিপুত্রের সংখ্যা বাড়ানোর বার্তাও দিলেন অরূপ বিশ্বাস।

তিনি জানিয়েছেন, “আমি আইএফএ-কে আগেই প্রস্তাব দিয়েছিলাম বাংলার ছেলেদের বেশি করে সুযোগ দেওয়ার জন্য। এবার সেই কথা শুনেই তারা পাঁচ থেকে সংখ্যাটা ছয় করেছে। কিন্তু আমার অভিমত শুধুমাত্র যদি বাংলার ছেলেদের নিয়েই হয়, তেমনটা করা গেলেও অত্যন্ত ভাল হয়”।

সেইসঙ্গে এদিন ম্যাসকট উন্মোচনের মঞ্চ থেকেই সঞ্জয় সেনের নাম আগামী মরসুমে বাংলার কোচ হিসাবে প্রস্তাব করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর এমন প্রস্তাবে আপ্লুত সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেনও। এখন শুধুই সিএফএল শুরু হওয়ার অপেক্ষা।

spot_img

Related articles

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...

হিরে-সোনা সঙ্গেই বাড়ছে বিজ্ঞাপনের পারিশ্রমিক, জানুন স্মৃতিদের প্রাপ্তি তালিকা

বিশ্বকাপ(ICC World cup) জয়ের পরই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বাড়ছে ব্র্যান্ড ভ্যালু। বিশ্বকাপ জয়ের পরই রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন...

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...