SFI-এর সর্বভারতীয় সম্পাদক সৃজন: নির্বাচনের আগে রাজ্যে সংগঠনে জোর বামেদের

Date:

Share post:

রাজ্যস্তরে আর আবদ্ধ থাকলেন না সৃজন ভট্টাচার্য। দায়িত্ব বাড়ল সিপিএমের তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা সৃজন ভট্টাচার্যের। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে উন্নীত হলেন সৃজন। রবিবার কেরলের কোঝিকোড়ে এসএফআইয়ের সম্মেলন থেকে সংগঠনে রদবদল হয়ে সংগঠনের সভাপতি হয়েছেন কেরলের আদর্শ এম সাজি। কেরলের কোঝিকোড়ে এদিন আয়োজিত হয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর সর্বভারতীয় ১৮ তম সম্মেলন আর সেখানেই সৃজনের কাঁধে এল গুরুদায়িত্ব। ২৭ তারিখ, শুক্রবার থেকে শুরু হয়েছিল এই শীর্ষ সম্মেলন এবং চলবে আগামিকাল পর্যন্ত।

যাদবপুরের বাসিন্দা সৃজন ভট্টাচার্যের রাজনৈতিক কেরিয়ার বরাবর সৃজনশীল। সংগঠনে দক্ষতার পরিচয় তিনি আগেই দিয়েছিলেন। বাম রাজনীতিতে সুবক্তা হিসেবে বেশ জনপ্রিয় ৩২ বছরের সৃজন। বিধানসভা, লোকসভা নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতাও হয়েছে তাঁর। এসএফআই-এর রাজ্য সম্পাদক পদে কয়েক বছর ছিলেন সৃজন ভট্টাচার্য। বয়সের কারণে সেই পদ ছাড়তে হয়। সংগঠনের সঙ্গে বরাবরই জড়িত থাকায় এবার সর্বভারতীয় স্তরে উত্তরণ ঘটল তাঁর। আগে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন ময়ুখরঞ্জন বিশ্বাস। সৃজনের এই মুহূর্তে বয়স ৩২ বছর। তাই তিনি এখন তিনবছর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। নতুন সভাপতি হয়েছেন আদর্শ এম সাজি। তিনি কেরলের ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। সবমিলিয়ে জাতীয় স্তরে রাজনৈতিক পরিসরে বাঙালির জয়জয়কার।

প্রসঙ্গত, ডিওয়াইএফআইয়ের ২০ তম রাজ্য সম্মেলনে মীনাক্ষীর জায়গায় নিয়ে আসা হয়েছে নতুন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহাকে। এর আগে সিপিএমের যুব সংগঠনের সভাপতি পদ সামলে ছিলেন ধ্রুবজ্যোতি। মীনাক্ষী কেন্দ্রীয় কমিটিতে যেতেই DYFI-এর শীর্ষ পদ থেকে তাঁকে সরিয়ে নিয়ে আসা হল ধ্রুবজ্যোতিকে। তাঁর পদে আনা হয়েছে অয়নাংশু সরকারকে।

আরও পড়ুন – ১০০ দিনের কাজের দুর্নীতিতে কড়া হাই কোর্ট, তদন্তে মালদার পুলিশ সুপারকে নির্দেশ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...