মাঠের ভেতর হোক কিংবা মাঠের বাইরে। এমএস ধোনি (MS Dhoni) মানেই ক্যাপ্টেন কুল (Captain Cool)। এবার সেই নামটাকেই পাকাপাকি করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। হ্যাঁ এখন থেকে তিনি পাকাপাকি ভাবেই ক্যাপ্টেন কুল। দীর্ঘদিনের প্রচেষ্টা পর ধোনির ক্যাপ্টেন কুল নামটাই এখন ট্রেডমার্ক। ২০২৩ সাল থেকে চেষ্টা করে অবশেষে এই বছরই সেই কাজটা সম্ভব হল মহেন্দ্র সিং ধোনির। সেইসঙ্গে ধোনি যে ক্রিকেট অ্যাকাডেমি করার পথেও হাঁটতে চলেছেন তাও বেশ স্পষ্ট।

ধোনির (MS Dhoni) হাত ধরেই দীর্ঘদিন পর ভারতে এসেছিল ক্রিকেট বিশ্বকাপ। তেমনই চেন্নাই সুপার কিংস (CSK) তথা আইপএলের (IPL) সবচেয়ে সফল অধিনায়ক তিনি। সেইসঙ্গে এবার আইপিএলের মঞ্চেও সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)। মাঠে যে পরিস্থিতিই হোক ধোনি সবসময়ই থাকেন ঠান্ডা মেজাজে। তাঁকে মাঠে রাগতে কখনোই দেখা যায়নি সেভাবে। সেই থেকেই এমএস ধোনির নাম হয়ে গিয়েছিল ক্যাপ্টেন কুল (Captain Cool)।

কিন্তু সেই নামের কোনওরকম কপি রাইট ছিল না এমএস ধোনির কাছে। ২০২৩ সাল থেকে সেই প্রিয় নামটাই এবার ট্রেডমার্ক করার লড়াইটা শুরু হয়েছিল মাহির। সেই পথে বাধাও এসেছিল আরেক সংস্থা থেকে। অবশেষে সেই লড়াই জিতে ক্যাপ্টেন কুল এখন ধোনির ট্রেডমার্ক। সেইসঙ্গেই ধোনির আসন্ন ক্রিকেট অ্যাকাডেমিও যে আসছে তাও বেশ স্পষ্ট।

কারণ এই নাম যে তিনি ট্রেডমার্ক করেছেন, তাঁর কার্যকারিতা হিসাবে স্পোর্টস ট্রেনিং ফেসিলিটি এবং স্পোর্টস কোচিংয়েরই উল্লেখ করা আছে। আর সেটাই যথেষ্ট। এমএস ধোনি বরাবরই চমক দিতে ভালোবাসেন। আবারও তেমনই একটা কাজ করতে চলেছেন তিনি।

–

–

–

–

–

–

–
–
–
–
–