Thursday, August 21, 2025

ধোনির ট্রেডমার্ক “ক্যাপ্টেন কুল”

Date:

Share post:

মাঠের ভেতর হোক কিংবা মাঠের বাইরে। এমএস ধোনি (MS Dhoni) মানেই ক্যাপ্টেন কুল (Captain Cool)। এবার সেই নামটাকেই পাকাপাকি করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। হ্যাঁ এখন থেকে তিনি পাকাপাকি ভাবেই ক্যাপ্টেন কুল। দীর্ঘদিনের প্রচেষ্টা পর ধোনির ক্যাপ্টেন কুল নামটাই এখন ট্রেডমার্ক। ২০২৩ সাল থেকে চেষ্টা করে অবশেষে এই বছরই সেই কাজটা সম্ভব হল মহেন্দ্র সিং ধোনির। সেইসঙ্গে ধোনি যে ক্রিকেট অ্যাকাডেমি করার পথেও হাঁটতে চলেছেন তাও বেশ স্পষ্ট।

ধোনির (MS Dhoni) হাত ধরেই দীর্ঘদিন পর ভারতে এসেছিল ক্রিকেট বিশ্বকাপ। তেমনই চেন্নাই সুপার কিংস (CSK) তথা আইপএলের (IPL) সবচেয়ে সফল অধিনায়ক তিনি। সেইসঙ্গে এবার আইপিএলের মঞ্চেও সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)। মাঠে যে পরিস্থিতিই হোক ধোনি সবসময়ই থাকেন ঠান্ডা মেজাজে। তাঁকে মাঠে রাগতে কখনোই দেখা যায়নি সেভাবে। সেই থেকেই এমএস ধোনির নাম হয়ে গিয়েছিল ক্যাপ্টেন কুল (Captain Cool)।

কিন্তু সেই নামের কোনওরকম কপি রাইট ছিল না এমএস ধোনির কাছে। ২০২৩ সাল থেকে সেই প্রিয় নামটাই এবার ট্রেডমার্ক করার লড়াইটা শুরু হয়েছিল মাহির। সেই পথে বাধাও এসেছিল আরেক সংস্থা থেকে। অবশেষে সেই লড়াই জিতে ক্যাপ্টেন কুল এখন ধোনির ট্রেডমার্ক। সেইসঙ্গেই ধোনির আসন্ন ক্রিকেট অ্যাকাডেমিও যে আসছে তাও বেশ স্পষ্ট।

কারণ এই নাম যে তিনি ট্রেডমার্ক করেছেন, তাঁর কার্যকারিতা হিসাবে স্পোর্টস ট্রেনিং ফেসিলিটি এবং স্পোর্টস কোচিংয়েরই উল্লেখ করা আছে। আর সেটাই যথেষ্ট। এমএস ধোনি বরাবরই চমক দিতে ভালোবাসেন। আবারও তেমনই একটা কাজ করতে চলেছেন তিনি।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...