বৃষ্টি-বন্যা-ধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, মৃত ৬৯, ঘরছাড়া হাজারের বেশি

Date:

Share post:

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Paradesh)। মুষলধারে বৃষ্টি (Heavy Rain)-বন্যা-ধসের জেরে এ রাজ্যের জেলায় জেলায় ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে। সিমলা থেকে শুরু করে মান্ডি এবং সিরমৌরের উপত্যকা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৬৯ জনের, আহত শতাধিক। নিখোঁজ ৩৭। হাজার হাজার মানুষ ঘরছাড়া।

বৃষ্টি-ধসের জেরে রাজ্যের পরিকাঠামোর ওপর বড় প্রভাব পড়েছে। অসংখ্য রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবং জল সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। জারি থাকবে সতর্কতা।

গত ২৪ ঘণ্টায় পাচ্ছাদে সর্বোচ্চ ১৩৩.৩ মিমি, বারসারে ৯২ মিমি, ঘানাহাট্টিতে প্রায় ৬০ মিমি, উনা এবং বৈজনাথে ৫৫ মিমি রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সিমলা, সোলান, সিরমৌরে কমলা সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে হামিরপুর, মান্ডি এবং কাংড়ায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৬ এবং ৭ জুলাই কিন্নৌর, লাহুল স্পিতি ছাড়া অন্যান্য অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শুধুমাত্র মান্ডিতেই ১৪ জনের মৃত্যু হয়েছে, ৩১ জন নিখোঁজ, ১৫০টির বেশি ঘরবাড়ি, ১০৬ টি গবাদি পশু থাকার জায়গা এবং ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত। ১৬৪টিরও বেশি গবাদি পশু মারা গিয়েছে। বিশেষ করে মান্ডিতে ২৪৬টিরও বেশি রাস্তা বন্ধ। এনডিআরএফ এবং এসডিআরএফ বর্তমানে উদ্ধারকার্য চালাচ্ছে। ২৪৬টি রেশন কিট আকাশপথে পাঠানো হয়েছে। তৈরি কড়া হয়েছে ত্রাণ শিবির। তবে যোগাযোগ এবং বিধ্বস্ত এলাকায় রেশন কিট পৌঁছনোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সেনা বাহিনীর কাছে।

spot_img

Related articles

অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল, গিলের পরিবর্তে রোহিতই করবেন ভারতের অধিনায়কত্ব?

টেস্টের পর এক দিনে ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন শুভমান গিল(Shubhaman Gill)। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...