Monday, December 29, 2025

সোমবার থেকেই কসবার আইন কলেজে শুরু পঠনপাঠন!

Date:

Share post:

কসবার আইন কলেজে (Kasba Law College) গণধর্ষণের অভিযোগের পর থেকে বন্ধ পঠন-পাঠন। এই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এবার কলেজ খোলার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। সোমবার থেকেই আবার শুরু হতে পারে কলেজের পঠন-পাঠন।

কলেজে পঠন-পাঠন বন্ধ থাকা নিয়ে কসবা ল কলেজ (Kasba Law College) কর্তৃপক্ষ জানিয়েছিল, যেহেতু কলেজে পুলিশি নিরাপত্তা রয়েছে সেই কারণেই আপাতত পঠন-পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনিক কাজ চলছে। কিন্তু এবার নতুন সিদ্ধান্ত, সোমবার থেকেই আবার শুরু হতে পারে কলেজের ক্লাস। তবে আদালতের নির্দেশে বন্ধ থাকবে গার্ডরুম ও ইউনিয়ন রুম (Union Room)।

কলেজের গভর্নিং বডির গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সোমবারই শুরু হতে পারে পঠনপাঠন। ক্রাইম সিন যেমন ঘেরা রয়েছে তেমনই থাকবে। পুলিশও মোতায়েন থাকবে কলেজ চত্বরে। পরিচয়পত্র দেখিয়ে তবেই ঢোকা যাবে কলেজে। এই নিয়ে অধ্যক্ষ কথা বলেছেন পরিচালন সমিতির সঙ্গে। আগামী সোমবার ফের জিবি বৈঠক ডাকা হয়েছে।
আরও খবররেজিস্ট্রেশন সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ শান্তনু

এদিকে, সামনেই পরীক্ষা রয়েছে। তাতেই আরও সংশয় তৈরি হয়েছিল যে কীভাবে পড়ুয়ারা পরীক্ষা দেবে আদৌ ওই কলেজকে পরীক্ষা কেন্দ্র করা যাবে কিনা এই নিয়ে। তবে সেইসব জল্পনা কাটিয়ে আগামী সোমবার থেকে আবার ছন্দে ফেরার চেষ্টায় কসবা আইন কলেজ।

spot_img

Related articles

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...

মঙ্গলে বাঁকুড়ায় মমতা, SIR আবহে নির্দেশের অপেক্ষায় নেতা-কর্মীরা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে যখন এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই আবহেই মঙ্গলবার...

বিশেষ সংশোধনীতে প্রবীণ ভোটারদের স্বস্তি! শুনানিতে হাজিরার বাধ্যবাধকতা নয় 

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন প্রবীণ, গুরুতর অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য...