ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে সাত পর্বের বিশেষ সিরিজ ‘বিবাহ অতঃপর’। বিয়ের পর কেমন থাকে সম্পর্ক? তাই নিয়ে একটি আদ্যোপান্ত রমকম, কোর্ট রুম ড্রামা নিয়ে শীঘ্রই আসছে এই নতুন ওয়েব সিরিজ (Bengali Web Series)। সব স্তরের মানুষের কাছে পৌঁছানোর জন্য পরবর্তীতে বড় পর্দায়ও এই সিরিজকে চলচিত্রের আকারে প্রকাশের কথা ভাবছেন প্রযোজক রূপা দত্ত (Roopa Dutta)। শেষ পর্যন্ত কে জিতবে বরপক্ষ না কনেপক্ষ নাকি স্বামী স্ত্রীর জুটি? এই নিয়েই পেটফাটা হাসির সঙ্গে অল্প রোমান্সের মোড়ক লাগিয়ে শীঘ্রই প্রকাশিত হচ্ছে এই ওয়েব সিরিজ। শুক্রবার সল্টলেকে ক্যালকাটা রেট্রোতে তারই ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন নায়ক নায়িকার সঙ্গে এই সিরিজের অন্যান্য কলা কুশলীরাও। নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন গৌরব-অরুণিমা(Gaurab Chakraborty, Arunima Ghosh), অলোক সান্যাল, সায়ন্তন মুখোপাধ্যায়রা।

ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড-এর রূপা দত্তের প্রযোজনায় এবং সায়ন্তন মুখার্জির পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজের মূল কাহিনিতে রয়েছে রিজু ও রাই-এর গল্প—যাঁরা একে অপরকে ভালোবাসেন, কিন্তু বিচ্ছেদের মামলা করছেন পরিবারের চাপে! এক বিচিত্র কোর্টরুম লড়াই মূলত দু’টি পরিবারের মধ্যে আধিপত্য, ইগো ও মতাদর্শগত সংঘাত নিয়ে।

এই সিরিজে অভিনয় করেছেন অরুনিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, অসীম রায় চৌধুরী, মৌ ভট্টাচার্য, গৌতম মুখোপাধ্যায়, তনিষ্কা তিওয়ারি, অলোক সান্যাল(এক বাবার ভূমিকায় কলকাতা পুলিশের জাঁদরেল অ্যাসিট্যান্ট কমিশনার)এবং আরও অনেকে। চিত্রনাট্য, সংলাপ ও গল্পের দায়িত্বে রয়েছেন সোমনাথ রায় এবং অরিন্দম গুহ। সুরকার হিসাবে রয়েছেন স্যাভি।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–