কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে সাইনা

Date:

Share post:

সাত বছরের সম্পর্কের ইতি টানতে চলেছেন সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও পারুপল্লি কাশ্যপ (Parupalli Kashyap)। বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অলিম্পিকে ব্যাডমিন্টনে প্রথম পদক জয়ী সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেই সেই কথা জানিয়ে দিয়েছেন। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুই ব্যাডমিন্টন তারকা। কিন্তু শেষপর্যন্ত তাদের সেই সম্পর্ক আর থাকছে না। নিজেদের মধ্যে বোঝাপড়া করেই এই পথে হাঁটার কথা জানিয়েছেন ভারতের ব্যাডমিন্টন সেনসেশন সাইনা নেহওয়াল।

অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসাবে পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সেই থেকেই ব্যাডমিন্টনে ভারত নতুন দিশা দেখতে শুরু করেছিল। অন্যদিকে পুরুষদের ব্যাডমিন্টনেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছিলেন পারুপল্লি কাশ্যপ। কমনওয়েলথে সোনা জিতেছিলেন তিনি। পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমি থেকেই দুই তারকার বেড়ে ওঠা।

সেখান থেকেই বিশ্ব ব্যাডমিন্টনে একের পর এক সাফল্য ছুঁয়েছিলেন দুই তারকা। এরপরই ২০১৮ সালে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু শেষপর্যন্ত সেই বন্ধন থেকেও বেড়িয়ে আসার রাস্তাতেই হাঁটা শুরু করলেন সাইনা ও পারুপল্লি কাশ্যপ।

সোশ্যাল মিডিয়াতে সাইনা নেহওয়াল লিখেছেন, জীবন সবসময়ই আমাদের বিভিন্ন ক্ষেত্রে নিয়ে যায়। বহু ভাবনা এবং নিজেদের মধ্যে কথাবার্তার পরই এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমি এবং কাশ্যপ। শান্তি এবং নিজেদের হিলিংয়ের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালেই সাইনা নেহওয়ালের হাঁটুর চোটের কথা জানিয়েছিলেন। কার্যত তাঁর বাতের সমস্যার জন্যই কেরিয়ারের ইতি টানার কথাও শোনা গিয়েছিল। এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এই সিদ্ধান্তের পিছনে কেরিয়ারের প্রসঙ্গও আছে কিনা তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।

spot_img

Related articles

অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল, গিলের পরিবর্তে রোহিতই করবেন ভারতের অধিনায়কত্ব?

টেস্টের পর এক দিনে ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন শুভমান গিল(Shubhaman Gill)। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...