Saturday, August 23, 2025

কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে সাইনা

Date:

Share post:

সাত বছরের সম্পর্কের ইতি টানতে চলেছেন সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও পারুপল্লি কাশ্যপ (Parupalli Kashyap)। বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অলিম্পিকে ব্যাডমিন্টনে প্রথম পদক জয়ী সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেই সেই কথা জানিয়ে দিয়েছেন। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুই ব্যাডমিন্টন তারকা। কিন্তু শেষপর্যন্ত তাদের সেই সম্পর্ক আর থাকছে না। নিজেদের মধ্যে বোঝাপড়া করেই এই পথে হাঁটার কথা জানিয়েছেন ভারতের ব্যাডমিন্টন সেনসেশন সাইনা নেহওয়াল।

অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসাবে পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সেই থেকেই ব্যাডমিন্টনে ভারত নতুন দিশা দেখতে শুরু করেছিল। অন্যদিকে পুরুষদের ব্যাডমিন্টনেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছিলেন পারুপল্লি কাশ্যপ। কমনওয়েলথে সোনা জিতেছিলেন তিনি। পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমি থেকেই দুই তারকার বেড়ে ওঠা।

সেখান থেকেই বিশ্ব ব্যাডমিন্টনে একের পর এক সাফল্য ছুঁয়েছিলেন দুই তারকা। এরপরই ২০১৮ সালে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু শেষপর্যন্ত সেই বন্ধন থেকেও বেড়িয়ে আসার রাস্তাতেই হাঁটা শুরু করলেন সাইনা ও পারুপল্লি কাশ্যপ।

সোশ্যাল মিডিয়াতে সাইনা নেহওয়াল লিখেছেন, জীবন সবসময়ই আমাদের বিভিন্ন ক্ষেত্রে নিয়ে যায়। বহু ভাবনা এবং নিজেদের মধ্যে কথাবার্তার পরই এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমি এবং কাশ্যপ। শান্তি এবং নিজেদের হিলিংয়ের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালেই সাইনা নেহওয়ালের হাঁটুর চোটের কথা জানিয়েছিলেন। কার্যত তাঁর বাতের সমস্যার জন্যই কেরিয়ারের ইতি টানার কথাও শোনা গিয়েছিল। এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এই সিদ্ধান্তের পিছনে কেরিয়ারের প্রসঙ্গও আছে কিনা তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।

spot_img

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...