দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটল। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে অবশেষে সবুজ সংকেত দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি পার্থসারথি সেন বুধবার নির্দেশ দিয়েছেন, কমিশনকে ২১ দিনের মধ্যে পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, ২০১০ সালে বাম আমলে ২৯২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১১ সালে পরীক্ষা হলেও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কিছু চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হন। আবার পরীক্ষা নেয় কমিশন। পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয় আদালতে। সেইসঙ্গে চলতে থাকে একের পর এক মামলা। মামলার জটে আটকে যায় ফল প্রকাশ এবং নিয়োগ। চাকরিপ্রার্থীদের অনেকের ইতিমধ্যেই সরকারি চাকরির বয়সসীমা পার করে গিয়েছে। তবু আশায় বুক বেঁধে ছিলেন তাঁরা। আদালতের এই নির্দেশে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রার্থীরা।

আরও পড়ুন- আরজিকর কাণ্ডে সিবিআইয়ের ষষ্ঠ রিপোর্ট: বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ নেই

_

_

_

_

_

_

_

_
_
_
_
_