পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা 

Date:

Share post:

ভারী বৃষ্টির (Heavy rain) জেরে ধস নামার আশঙ্কার পাশাপাশি বুধবার পাহাড় থেকে ছিটকে আসা পাথরের আঘাতে এক পুণ্যার্থীর মৃত্যুর খবর আসতেই সাময়িকভাবে স্থগিত করা হল অমরনাথ যাত্রা (Amarnath Yatra temporarily suspended)। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন।

গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে আগামী ৯ অগস্ট পর্যন্ত। কিন্তু তার মাঝে বুধবার (১৬ জুলাই) জম্মু-কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির জেরে ধস নামে। সেই সময়ে পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে মৃত্যু হয় এক পুণ্যার্থীর। পাশাপাশি তিনজন গুরুতর আহত হন।স্থানীয় সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে যাত্রাপথের কোথাও কোথাও পাহাড়ি রাস্তা বেয়ে হু হু করে জল এবং কাদার স্রোত নেমে আসছে। এই অবস্থায় আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। অমরনাথ যাত্রাপথের যে সব জায়গায় ধস নেমেছে, সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে BRO। রাস্তা পরিষ্কার হতে আজ সারাদিন সময় লেগে যেতে পারে। প্রশাসনিক সূত্র মারফত জানা গেছে বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ থাকছে অমরনাথ যাত্রা। শুক্রবার পুনরায় চালু হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

 

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের! তোপ বিরোধীদের

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের। ভোটার তালিকায় দুবার নাম থাকা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছিল...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...

সোনম ওয়াংচুকে পাক-চর প্রমাণের মরিয়া চেষ্টা! গুলি চালানো নিয়ে প্রশ্ন তুলল বিজেপিই

বিজেপির বিরোধিতা করলেই তারা দেশদ্রোহী। বারবার দেশের একাধিক রাজনীতিককে জেলে ভরে তারপরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে তা প্রমাণ...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...