Thursday, August 21, 2025

নিউটাউনের পর আনন্দপুর, পাটনা হাসপাতালে গুলিকাণ্ডে ধৃত আরও ৫

Date:

Share post:

পাটনার পারস হাসপাতালের ICU-তে ঢুকে ২০৯ নম্বর কেবিনে থাকা কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে গুলি করে খুনের ঘটনায় এবার আনন্দপুর (Anandapur) এলাকা থেকে শনিবার রাতে ৫ অভিযুক্তকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police Special Task Force)। ঐদিন (১৯ জুলাই) ভোরেই পাটনা পুলিশ (Patna Police) এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) যৌথ ভাবে হানা দিয়েছিল নিউটাউনের ‘সুখবৃষ্টি’ নামক একটি আবাসনে। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। এরপর সিসিটিভির ফুটেজে পাওয়া পাটনার দুষ্কৃতীদের একটি সাদা রঙের গাড়ির সূত্র ধরে শনিবার রাতে কলকাতা পুলিশের এসটিএফ ৫ জনকে আটক করে বিহার পুলিশের হাতে তুলে দিয়েছে। ধৃতদের মধ্যে একজন মহিলাাও রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, খুনের পর পাটনার হাসপাতাল থেকে খুনিরা একটি সাদা রঙের গাড়ি করে ঘটনাস্থল থেকে চম্পট দিলেও দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটি টোল প্লাজার সিসিটিভির (CCTV) ফুটেজে ওই গাড়িটির ছবি ধরা পড়ে। এরপর তদন্তে নেমে পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখিয়ে জানতে পারে যে গাড়িটি পূর্ব কলকাতার আনন্দপুরের একটি নামী বহুতল আবাসনে প্রবেশ করেছে। কিন্তু ওই আবাসনে তল্লাশি চালিয়ে কিছু মেলেনি। এরপর গোয়েন্দারা জানতে পারেন চারচাকা গাড়ি আনন্দপুরের একটি গেস্ট হাউসে গেছে। সেই সূত্র ধরেই গেস্টহাউস থেকে পাঁচজনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন হরিশ সি, ইউনিস খান ও তৌসিফ ওরফে তৌফিক। এবার প্রশ্ন হচ্ছে, পুলিশের এক কর্তা আগেই জানিয়েছিলেন হাসপাতালে গুলি কাণ্ডে এই গ্যাংয়ের লিডার তৌসিফকে গ্রেফতার করা হয়েছে। এবার কলকাতা থেকেও আরও তৌসিফকে আটক করা হল। তাহলে গ্যাং লিডার আসলে কোন তৌসিফ? পুলিশের তরফে অবশ্য এই নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...