রাজ্যের লক্ষাধিক মেধাবী ছাত্র -ছাত্রীদের উৎকণ্ঠার অবসান, পরীক্ষার প্রায় মাস তিনেক পর অবশেষে বৃহস্পতিবার চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল (WBJEE Result) প্রকাশ নিয়ে সাংবাদিক বৈঠক করতে চলেছে বোর্ড। পরীক্ষা হয়েছিল গত ২৭ এপ্রিল, কিন্তু কলকাতা হাইকোর্টে (Calcutta High court) ওবিসি মামলার (OBC Reservation Case) জটিলতার কারণে রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল আপডেট পেতে প্রায় পঁচানব্বই দিন সময় লেগে গেল। এদিন দুপুর ২টোয় সল্টলেকের রূপান্নয় WBJEEB-র অফিসে প্রেস কনফারেন্সের করবেন চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Bandopadhyay) ।

বেশ কিছুদিন ধরেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে চাপানউতোর চলছিল। অনিশ্চয়তায় ভুগছিলেন লক্ষাধিক পড়ুয়া। ইতিমধ্যেই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ আগামী ৭ আগস্টের মধ্যে রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছ থেকে চাওয়া হয়েছিল এই রিপোর্ট। এরইমধ্যে সামনে এল বড় খবর। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে ফলপ্রকাশের সব প্রস্তুতি সেরে রাখা হয়েছে। কিন্তু ওবিসি সংরক্ষণ মামলার জটিলতার কারণে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা যাচ্ছে না। এরইমধ্যে কলকাতা হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সবুজ সংকেত পেয়ে অবশেষে আজ বহু প্রতীক্ষিত ফলপ্রকাশের নির্ঘণ্ট জানাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–