Tuesday, August 26, 2025

তৃণমূল সুপ্রিমোর প্রস্তাবে সিলমোহর: আগামী সপ্তাহে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি I.N.D.I.A.-র

Date:

Share post:

SIR প্রত্যাহারের দাবিতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করবে বিরোধী শিবির৷ আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার করা হবে এই ঘেরাও কর্মসূচি৷ তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাব মতোই I.N.D.I.A. এই ঘেরাও কর্মসূচি পালন করবে৷ অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও SIR প্রত্যাহারের দাবিতে সংসদ উত্তাল করে রাখে বিরোধী শিবির৷

লোকসভা ও রাজ্যসভা দুটি কক্ষেই SIR ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে একাধিক নোটিশ দেন তৃণমূল সাংসদরা। এই নোটিশ খারিজ হয়ে গেলে, সংসদ চত্বরে ধর্না দেন তৃণমূল সাংসদ-সহ বিরোধী শিবিরের সাংসদরা৷ ছিলেন সাংসদ মালা রায়, শতাব্দী রায়, মৌসম নূর, নাদিমূল হক, ডেরেক ও ব্রায়ান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, মিতালী বাগ, বাপি হালদার, দোলা সেন, সাগরিকা ঘোষ, প্রমুখ৷ তাঁদের হাতে ছিল পোস্টার- “চুপি চুপি ভোটে কারচুপি বন্ধ করো”। কোনওভাবেই এই ইস্যুতে সুর নরম করবেন না জানিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, ”মোদি হ্যায় তো মুমকিন হ্যায় এটা চলতে দেবো না আমরা। এসআইআর-র নামে সরকারকে এনআরসি করতে দেব না৷ সাধারণ মানুষের ভোটাধিকার কাড়তে দেব না৷”  আগামী দিনেও সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখাবে বিরোধী শিবির, যেখানে সব ভাষাতে তৈরি করা হবে পোস্টার৷

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম SIR-এর নামে বিজেপির ভোট চুরির বিরুদ্ধে সরব হয়েছিলেন৷ ভোটার তালিকার নিবিড় সংশোধনের নাম দিয়ে আসলে মোদি সরকার বিরোধী ভোটারদের চিহ্নিত করে তাঁদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। বিজেপির অঙ্গুলিহেলনে পরিচালিত জাতীয় নির্বাচন কমিশন- অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী৷ এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করার ডাকও দেন তিনি৷ তাঁরই নির্দেশিত পথেই সংসদের চলতি বাদল অধিবেশনে সভাকক্ষের ভিতরে ও বাইরে প্রতিবাদে মুখর হয়েছেন তৃণমূল সাংসদরা৷ তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বিরোধী শিবিরের সাংসদরাও৷

অপারেশন সিন্দুর এবং মণিপুরের পরিস্থিতির ইস্যু দুটির মতো এসআইআর নিয়ে সংসদের চলতি অধিবেশনে আলোচনা করতেই হবে, দাবিতে অনড় বিরোধী শিবির (I.N.D.I.A.)৷ এবার তৃণমূল সুপ্রিমোর দেখানো পথে হেঁটেই আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও করার পরিকল্পনা করছে বিরোধী শিবির। সংসদীয় সূত্রের দাবি, তৃণমূল নেত্রীর নির্দেশিত পথে হেঁটে গণ-আন্দোলন করা হলে কেন্দ্রীয় সরকার মাথা নত করতে বাধ্য হবেই, এটা মেনে নিয়েই করা হচ্ছে নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচি, এমনই দাবি বিরোধী শিবির সূত্রের৷
আরও খবরভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এবার জঙ্গলমহলে প্রতিবাদ মিছিল বাংলার মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...