TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন বদল চেয়ে চিঠি উচ্চ শিক্ষা দফতরের

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) একাধিক পরীক্ষা। এই নিয়ে আপত্তি জানায় তৃণমূলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দিন বদলের আর্জিও জানানো হয়। কিন্তু সেই কথায় কর্ণপাত করেননি ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। এবার দিন বদল চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল উচ্চ শিক্ষা দফতর।

আগামী ২৮ অগাস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন পড়ুয়ারা। এই পরিস্থিতিতে ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ (বিকম) এবং আইন বিভাগ (বিএ এলএলবি)-র চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের (Trinankur Bhattacharya)অভিযোগ, “এটা দিল্লির ইশারায় চালিত এক রাজনৈতিক ষড়যন্ত্র।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা না শোনায়, শিক্ষা দফতরের কাছে আর্জি জানায় TMCP।

এবার পরীক্ষার দিন বদলের আবেদন করে উচ্চ শিক্ষা দফতর চিঠি দল কলকাতা বিশ্ববিদ্যালয়কে। যদিও তার পরেও নিজের সিদ্ধান্ত অনড় উপাচার্য শান্তা দত্ত দে। তাঁর কথায়, পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অফ স্টাডিজ’। প্রায় তিন মাস আগে সেই বোর্ডের বৈঠকে এই নির্দিষ্ট সূচি চূড়ান্ত হয় এবং তা অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে তৈরি। উপাচার্যের জানান, “সরকারি ছুটির দিন যাতে পরীক্ষার সঙ্গে না মেলে, সেটা খেয়াল রাখা হয়েছে। রাজনৈতিক কোনও দলের অনুষ্ঠানের কারণে পরীক্ষার সূচি বদলানোর প্রশ্নই নেই।” এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট বৈঠক ডাকতে চলেছেন ভারপ্রাপ্ত উপাচার্য।

spot_img

Related articles

গভীর হচ্ছে নিম্নচাপ: কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সর্তকতা জারি

নবমী পর্যন্ত মোটের উপর আবহাওয়া ভালো থাকলেও, দশমীর সকাল থেকেই হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতো বিক্ষিপ্ত বৃষ্টি...

পাক অধিকৃত কাশ্মীরে ফের সেনার গুলি! মৃত অন্তত ৮

বিক্ষোভরত নাগরিকদের উপর পাক সরকারের গুলি অব্যাহত। আন্দোলনের তৃতীয় দিনে অন্তত আটজনের মৃত্যু হল পাক অধিকৃত কাশ্মীরে (POK)।...

বিল গেটসের জামা চুরি করবেন অনির্বান-দেবরাজ! গানে গানে ‘খোঁচা’

আমেরিকায় যাবেন, আর মার্কিনিদের খোঁচা দেবেন না, এটা কী আর হয়? রাজনীতি থেকে সমাজ, কিছুই চোখ এড়ায় না...

নবমীর সকালে প্রয়াত বাম আমলের প্রাক্তন মন্ত্রী

উৎসবের মধ্যেই শোকের ছায়া বাম শিবিরে। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়। বুধবার সকালে ৮৫...