একসময় মুম্বই ছেড়ে গোয়া চলে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু শেষ মুহর্তে সেই সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ঘরোয়া ক্রিকেটের জন্য মুম্বইতেই থেকে যেওয়ার সিদ্ধান্ত শেষপর্যন্ত নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কিন্তু কেন বদলেছিলেন সেই সিদ্ধান্ত। শেষপর্যন্ত সেই কথাই এল প্রকাশ্যে। রোহিত শর্মার (Rohit Sharma) কথাতেই নাকি শেষপর্যন্ত ঘরোয়া ক্রিকেটের জন্য মুম্বইয়ে রয়ে গিয়েছিলেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) সভাপতি নিজেই জানিয়ে দিয়েছেন সেই কথা।

কয়েকদিন আগেই সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর মুম্বই ছেড়ে গোয়ায় চলে গিয়েছিলেন। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিয়ে। সেই সময় শোনা যাচ্ছিল তিনিও নাকি চলে যেতে চেয়েছিলেন গোয়াতেই। এমনকি পরিস্থিতি এমন হয়েছিল যে তিনি নাকি এমসিএ থেকে এনওসি সার্টিফিকেটও চেয়েছিলেন। এরপরই ময়দানে নেমেছিলেন রোহিত শর্মা। আর তাঁর মধ্যস্থতাতেই নাকি শেষপর্যন্ত নিজের সিদ্ধান্ত বদলেছিলেন এই তরুণ ক্রিকেটার।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, “সেই সময়ই রোহিত শর্মা তাঁকে বুঝিয়েছিলেন যে তাঁর কেরিয়ারের এই জায়গায় মুম্বই ছাড়াটা একেবারেই সঠিক হবে না। কারণ মুম্বইয়ের ক্রিকেটের মঞ্চে যে গর্বের ইতিহাস রয়েছে তা একমাত্র তিনি এখানেই পাবেন। তারা ৪২ বার রঞ্জি ট্রফি জিতেছে। সেইসঙ্গে তিনি যশস্বীকে বলেছিলেন যে এই মুম্বইয়ের জন্যই ভারতীয় দলের পৌঁছনোর এই মঞ্চ পেয়েছেন”।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে অটোমেটিক চয়েজ হয়ে গিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেও জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল।

–

–

–

–

–

–

–
–
–
–
–