নাম-জন্মস্থান বদলে অপমান! ক্ষুদিরামের শহিদ দিবসে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাঙালি দেখলেই অপমান – এটাই যেন বিজেপির অঘোষিত নিয়ম। তাই বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসুর চরিত্রকে চলচ্চিত্রে তুলে ধরে বিকৃত করাতেও এতটুকু প্রতিবাদ শোনা যায়নি বিজেপির তরফ থেকে। অথচ সেই ক্ষুদিরাম বসুকে (Khudiram Bose) শরণ করেই ভাষা সন্ত্রাসে বাংলার প্রতিবাদের জবাব দেওয়ার চেষ্টা চালিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ১১ অগাস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসির দিন তাঁকে স্মরণ করে ভাষা সন্ত্রাসীদের স্বরূপ তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় ক্ষুদিরামের শহিদ দিবসে মুখ্যমন্ত্রী স্মরণ করেন বিখ্যাত গান – “একবার বিদায় দে মা ঘুরে আসি/ হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী”। সেই সঙ্গে লেখেন, বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম। একটা কথা লিখি। সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে ‘সিং’ বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে (Khudiram Bose) ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা? আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য!

আরও পড়ুন: মাঝ আকাশে দু’ঘণ্টা, প্রাণহাতে ল্যান্ডিং! বিমান যাত্রার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার কংগ্রেস নেতার

আর এই প্রসঙ্গেই ক্ষুদিরামের প্রতি দায়বদ্ধতায় যে উন্নয়ন করেছে বাংলার প্রশাসন, তা তুলে ধরে মমতা বলেন, আমরা কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি। ক্ষুদিরাম বসুর জন্মস্মৃতি বিজড়িত মহাবনী ও সংলগ্ন অঞ্চলের আরো বেশি উন্নয়নের জন্য মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি (MDA) করেছি। এছাড়া মহাবনীতে শহীদ ক্ষুদিরামের মূর্তি স্থাপন থেকে শুরু করে পাঠাগার সংস্কার, নতুন একটি সুবিশাল অডিটোরিয়াম, কনফারেন্স রুম – সবই করা হয়েছে। একটি মুক্তমঞ্চও করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে আধুনিক কটেজ, ঐতিহ্যবাহী ক্ষুদিরাম পার্কের পুনরুজ্জীবন করা হয়েছে। পুরো এলাকাটাকে আলো দিয়ে সাজানোও হয়েছে। শুধু তাঁর জন্মস্থান মেদিনীপুরেই নয়, এই মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে কলকাতায় একটি মেট্রো স্টেশনের (metro station) নামও আমরা ওনার নামে রেখেছি। আমরা গর্বিত।

spot_img

Related articles

সমবায় ব্যাঙ্কে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, শুরু সাইবার সুরক্ষা সংস্কার কর্মসূচি

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ক্রমবর্ধমান দুর্নীতি ও জালিয়াতির ঘটনায় কড়া নজর দিল রাজ্য সরকার। ব্যাঙ্কগুলির নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী...

অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল, গিলের পরিবর্তে রোহিতই করবেন ভারতের অধিনায়কত্ব?

টেস্টের পর এক দিনে ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন শুভমান গিল(Shubhaman Gill)। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে...

সিঙ্গুর মামলায় বড় আইনি জয় রাজ্যের, জমির মালিকানা ফিরল সরকারের হাতে

সিঙ্গুরের জমি মালিকানা সংক্রান্ত মামলায় বড় জয় পেল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য...

সতর্ক রাজ্য! ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ মু্খ্যসচিবের

ডেঙ্গি নিয়ে বিশেষ সতর্ক রাজ্য। মুখ্যসচিব মনোজ পন্থ ইতিমধ্যেই ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতর,...