Sunday, November 16, 2025

স্বাধীনতার সকালে রক্তমাখা খড়গ হাতে ব্রিটিশ নিধনে ‘রঘু ডাকাত’ দেব

Date:

Share post:

‘ধূমকেতু’ সাফল্যের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের দেব (Dev) ম্যানিয়ার ওভার ডোজ দিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’-এর (Raghu Dakat) টিজার। বৃহস্পতিবার যাঁরা দেব- শুভশ্রী (DeSu ) জুটির সিনেমা দেখেছেন তাঁরা প্রেক্ষাগৃহেই এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন। এবার স্বাধীনতা দিবসের সকালে ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেল মেগাস্টার দেবের (Dev ) ড্রিম প্রজেক্ট রঘু ডাকাতের রক্ত গরম করা টিজার। সাদা চুল, ক্রুর হাসিতে অনবদ্য অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। কয়েক সেকেন্ডের ঝলকে যতবারই দেখা দিয়েছেন কতবারই দুর্ধর্ষ লেগেছে তাঁকে। তবে কপালে সিঁদুর আর হাতে রক্ত মাখা খড়গ নিয়ে যেভাবে বাংলার বিধান লেখার ঘোষণা করেছেন ‘রঘু ডাকাত’ রূপী দেব (Dev) তাতে ‘ধূমকেতু’ অভিনেতার প্রশংসনীয় কমার্শিয়াল ইমেজের ঝিলিক ধরা দিয়েছে।

‘মা কালীর ব্যাটা রঘু’ যে স্বাধীনতা দিবসের সকালেই দর্শকের কাছে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ডাক দেবেন তা আগে থেকে জানাই ছিল। তাই অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমী বাঙালি দর্শক। টিজারে যেভাবে বাংলার নিরীহ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠতে দেখা গেছে অভিনেতাকে তাতে সমসাময়িক প্রাসঙ্গিকতা আসতে বাধ্য। একদিনে বক্স অফিসে দু কোটির বেশি রোজগারের পর ‘ধূমকেতু’ উন্মাদনার মাঝেই বিদ্রোহী ইমেজে ধরা দিলেন মেগাস্টার দেব (Dev)। স্বাধীনতা দিবসে দেশপ্রেম উসকে দেওয়ার পাশাপাশি এক কথায় পুজোর রিলিজের ধামাকাদার সিনেতালিকায় ‘বিগ ফ্রাইডে চমক’ দিয়েছেন অভিনেতা। এটাই বোধহয় সাংসদ – অভিনেতার বরাবরের বিশেষত্ব। প্রথম ঝলকের থেকে প্রথম টিজারে মাতৃভূমি রক্ষার্থে আরও ভয়ানক অবতারের ধরা দিয়েছেন দেব। চাঁদের আলোয় রঘুর বিশাল কায়া কিংবা ব্রিটিশের চোখে চোখ রেখে বাঘের মতো হুংকার বুঝিয়ে দিয়েছে, এবার পুজোয় ‘রক্তবীজ টু ‘ (Raktabeej 2) বক্স অফিসে একা দখলদারি চালাতে পারবেনা।

টিজারে চরিত্রদের সঙ্গে পরিচয় করানো হয়েছে। এ ছবি মাল্টিস্টারকাস্ট সম্বলিত। দুর্লভ রায়ের চরিত্রে ওম (Om Sahani), ডাকাত মায়ের ভূমিকায় রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly), ডাকাত দলের নেত্রী গুঞ্জার ভূমিকায় সোহিনী সরকার(Sohini Sarkar), সৌদামিনী হয়েছেন ইধিকা পাল (Idhika Paul)।

আর যিনি টিজারে সবার নজর কাড়লেন তিনি এ ছবির অন্যতম খলচরিত্র অহিন্দ্র বর্মন অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য।

দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে উইন্ডোজের (Windows Production) টক্কর সর্বজনবিদিত। বিশেষ করে দুই ঘরানার ছবির অনুরাগীদের মধ্যে বেশ একটা রেষারেষি রয়েছে। বৃহস্পতিবার দর্শকের কাছে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পুজোর ছবি ‘রক্তবীজ টু’-র টিজার। এবার শুক্রবার সকালে এসে গেল ‘রঘু ডাকাত’। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। তবে সর্বোপরি বাংলা ছবির জয়জয়কার। বাজিমাত কে করবে সেটা তো সময় বলবে। তবে পুজোয় ঠাকুর দেখার পাশাপাশি সিনেমা দেখার জন্য এখন থেকেই যে আলাদা শিডিউল তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে বাঙালি, সে কথা হলফ করে বলে দেওয়া যায়।

spot_img

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...