Thursday, January 15, 2026

চট্টগ্রাম অস্ত্রাগার লুঠের প্রস্তুতি শুরু জিতের! টলিউড ‘বস’-এর ছবিতে সুরকার শান্তনু

Date:

Share post:

স্বাধীনতা দিবসের সকালে এক দিকে যখন মেগাস্টার দেব (Dev) অভিনীত ‘রঘু ডাকাত’-এর টিজার প্রকাশ্যে এসেছে ঠিক তখনই ডিজিটাল প্ল্যাটফর্মে হঠাৎ করেই লাঠি চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেল সুপারস্টার জিতকে (Jeet)। চলছে প্রস্থেটিক মেকাপের তোড়জোড়। ইতিহাস তৈরির গল্প বলতে চলেছেন তিনি।

চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের জীবনী অবলম্বনেই নতুন সিনেমা তৈরি করছেন পরিচালক পথিকৃৎ বসু (Pathikrit Basu) । সেই ছবিতেই বিপ্লবীর নাম ভূমিকায় রয়েছেন টলিউডের ‘বস’। আদ্যোপান্ত মশলাদার ছবির জগত থেকে বেরিয়ে এক নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছেন জিৎ (Jeet)। সেখানে তাঁর সঙ্গী হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি সুরকার শান্তনু মৈত্র (Shantanu Moitra)। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমা দিয়েই দু’বছর পর বাংলা ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছেন ‘প্রধান’ সুরস্রষ্টা।

নন্দী মুভিজ এবং জিৎজ ফিল্মস ওয়ার্কসের প্রযোজনায় অনন্ত সিংহের জীবনকে বড়পর্দায় তুলে ধরবেন পথিকৃৎ। জোর কদমে শুরু হয়েছে ওয়ার্কশপ। জিতের বিপরীতে কে অভিনয় করবেন তা স্পষ্ট নয়, তবে জল্পনা চলছে হয়তো দেখা যেতে পারে ঋতুপর্ণা সেনগুপ্তকে। সম্প্রতি যুগলকে একটি অনুষ্ঠানে একসঙ্গে অনেকক্ষণ খোশমেজাজে গল্প করতে দেখার পর থেকেই গুঞ্জন জোরালো হয়েছে। তবে আপাতত এইসব দিকে কান দিতে চাইছেন না জিৎ। সুলতান, চেঙ্গিসের মতো সিনেমার মারকাটারি নায়ক আসলে ‘বিপ্লবী’ নাকি ‘ডাকাত’ হয়ে উঠবেন সেটা এখনই বলা মুশকিল, তবে সিনেমার আর চরিত্রের ঐতিহাসিক গুরুত্ব বুঝে মন দিয়ে অনুশীলনে ব্যস্ত রয়েছেন অভিনেতা।

কী ভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায় স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ (Ananta Singha), তা তুলে ধরা হবে এই ছবিতে। এমন এক সিনেমার মিউজিকের দায়িত্ব সামলানো মুখের কথা নয়। শান্তনু (Shantanu Moitra) বলছেন “প্রথম বার জিতের সঙ্গে কাজ করছি। খুবই উত্তেজিত আমি। স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাঙ্ক ডাকাতি, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা— অনন্ত সিংহের যে যাত্রা, তা পড়ে আমি মুগ্ধ।” দেবের সঙ্গে ‘প্রধান’ (Pradhan) ছবিতে শেষ কাজ করেছিলেন তিনি। সুরকার শান্তনু মানেই সিনেপর্দায় শ্রেয়া ঘোষালের কণ্ঠ আর মন ভালোলাগা একটা অসাধারণ গান। এবারেও কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? পরিচালক পথিকৃৎ আশাবাদী, কিন্তু সংগীত পরিচালক এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না। তবে অনেকদিন পর জিতের অন্যরকম ছবি দেখার আশায় অনুরাগীরা।

spot_img

Related articles

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...