এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

Date:

Share post:

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে, তারা জানে না শিশু ও তাঁর মা ভিক্টোরিয়া বসু কোথায়। এদিকে, দিল্লি পুলিশ (Delhi Police) ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁর বিরুদ্ধে শিশু সন্তান অপহরণের অভিযোগ আনা হয়েছে৷

চন্দননগরের বাসিন্দা সৈকত বসু কর্মসূত্রে দীর্ঘদিন ছিলেন চিনে। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় রাশিয়ান (Russian) নাগরিক ভিক্টোরিয়া জিগালিনার। তাঁদের সম্পর্ক প্ৰেম থেকে বিবাহে পরিণতি পায়। বিয়ের পরে দম্পতি তাঁদের একমাত্র সান্তনকে নিয়ে দেশে ফিরে আসেন। চন্দননগরে আসার পর থেকেই ফোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য চাপ দিতেন থাকেন স্ত্রী। কিন্তু সৈকতের বাবা প্রাক্তন নৌ সেনার আধিকারিক সমীর বসু সেই প্রস্তাবে সায় দেননি। এরপর ভিক্টোরিয়া সন্তানকে শুধুমাত্র নিজের কাছে রাখার আবেদন করেন সুপ্রিম কোর্টে। এই মামলা চলাকালীনই বেপাত্তা হয়ে যান ভিক্টোরিয়া জিগালিনার। সুপ্রিম কোর্টের কাছে নিজের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন সৈকত বসু। শেষবার ৪ জুলাই রাশিয়ান নাগরিককে দিল্লির রুশ দূতাবাসে দেখা গিয়েছিল।

এরইমধ্যে বসু পরিবার জানতে পারেন ভিক্টোরিয়ার বাবা ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘এফএসবি’-র প্রাক্তন আধিকারিক। এরপরই রাশিয়ান গুপ্তচর বিষয়টা প্রকাশ্যে আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভিক্টোরিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অবিলম্বে ভিক্টোরিয়াকে শিশু-সহ খুঁজে বের করা নির্দেশ দেওয়া হয় দিল্লি পুলিশকে। শিশুটিকে খুঁজে পেলে তুলে দিতে হবে বাবা সৈকত বসুর হাতে।

লুক আউট নোটিশের পরেও অধরা চন্দননগরে রুশ বধূ ভিক্টোরিয়া বসু (Victoria Basu)। এই বিষয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয় দিল্লি পুলিশ।  শুনানিতে তীব্র ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী। ভিক্টোরিয়া রুশ গুপ্তচর বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের (Supreme Court) পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, অবিলম্বে মস্কোর দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভিক্টোরিয়ার শিশুপুত্রকে ফেরাতে হবে।

সেই নির্দেশের পরে রুশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের তারা জানায়, শিশু ও তাঁর মা ভিক্টোরিয়া বসু কোথায় তারা জানে না।

বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দেয়, ভারতের বিদেশ মন্ত্রক দিল্লির রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ডিপ্ল্যোম্যাটিক চ্যানেল কাজে লাগিয়ে শিশুটিকে দেশে ফেরত এনে তাঁর বাবার হাতে তুলে দেওয়ার চেষ্টা করতে হবে৷ একইসঙ্গে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টিকে সুপ্রিম নির্দেশ, তিনি নিজে যেন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে ডিপ্ল্যোম্যাটিক চ্যানেল কাজে লাগানোর চেষ্টা করেন৷ এর আগেই ইন্টারপোলের তরফে ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে জারি করা হয়েছে ব্লু কর্নার নোটিশ।

spot_img

Related articles

বিজেপি রাজ্যে দীপাবলিতে ‘কার্বাইড’ ক্র্যাকার বন্দুক ব্যবহারের পর অন্ধত্বের শিকার ১৪ শিশু, হাসপাতালে একাধিক 

এ বারের দীপাবলিতে সবথেকে বেশি বিক্রি হয়েছে ‘কার্বাইড গান’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই বাজির ভিডিয়ো। কিন্তু লাগামছাড়া...

পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-ডিজিপির ছেলের মৃত্যুতে নয়া মোড়! অবশেষে মুখ খুললেন ডিজিপি 

পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি (Punjab police DGP) মহাম্মদ মুস্তাফার ছেলে আকিল আখতারের মৃত্যু ঘিরে পাঞ্জাবের চরম চাঞ্চল্য। ইতিমধ্যেই...

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটা নাগাদ মায়ানগরীতে অগ্নিকাণ্ড,যোগেশ্বরী ওয়েস্টের (Yogeswari west) এসভি রোডে অবস্থিত জেএমএস বিজনেস সেন্টারে (JMS Business...