এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল থেকেই উত্তেজনার আবহে ভোট গ্রহণ হলেও শেষে তিনটি পঞ্চায়েতে প্রায় একতরফা ফল করল শাসকদল।

শান্তিপুর ব্লকের বাবলা, বেলঘড়িয়া ১ নম্বর এবং আরবান্দী ১ নম্বর পঞ্চায়েতে ছিল এই নির্বাচন। এর মধ্যে আরবান্দী ১ নম্বর পঞ্চায়েতে ৯টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল। বাবলা পঞ্চায়েতে ১৪টির মধ্যে ১১ এবং বেলঘড়িয়া ১ নম্বরে ৭টির মধ্যে ৬টিতেই জিতেছে তারা।

রাজনৈতিক মহল মনে করছে, গত পঞ্চায়েত নির্বাচনে যেখানে শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি দখল করেছিল, সেখানে এবার তৃণমূলের এই সাফল্য তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই ফল জেলা নেতৃত্বকে নতুনভাবে উজ্জীবিত করবে।

শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সময় বাংলার মানুষের উন্নয়নে পাশে থেকেছে। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার—সব প্রকল্পেই মহিলারা উপকৃত হয়েছেন। তারই ফল এই বিপুল জয়।”

তৃণমূল নেতৃত্বের দাবি, বাংলার মানুষ বিজেপির বাংলাবিদ্বেষী রাজনীতির জবাব দিয়েছেন ভোটবাক্সে। এই ফলাফলে আরও একবার স্পষ্ট হল, মা-মাটি-মানুষের সরকারের উপরেই আস্থা রাখছে শান্তিপুর।

আরও পড়ুন – উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ

_

_

_

_

_