রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। আদতে তিনি যে উপাচার্যদের রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছিলেন, তাঁরা যে অযোগ্য এবার সেটা নিজেই প্রমাণ করে দিলেন। নিজের নিযুক্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gour Banga University) উপাচার্যকেই সরিয়ে দিলেন রাজ্যপাল তথা আচার্য।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gour Banga University) উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়ের (Pabitra Chatterjee) বিরুদ্ধে আগেই আর্থিক বেনিয়মের অভিযোগ এসেছিল। এবার রাজ্যপালের নির্দেশ না মানার অভিযোগও উঠেছে। সেই কারণেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে রাজভবন সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে। সেই সময়ে সমাবর্তনের অনুষ্ঠানে আর্থিক বেনিয়মের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। একদিকে হিসাব বহির্ভূত খরচ ও অন্যদিকে অতিরিক্ত খরচের অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন: স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

চলতি বছর রাজভবন থেকে ২৫ অগাস্ট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য় করেন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। ওই দিন সমাবর্তন হয়নি বিশ্ববিদ্যালয়ে। এরপরই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

–

–

–

–

–
