Monday, December 22, 2025

গরমিল কাগজে-কলমে! কেন্দ্রের ভুল রিপোর্টেই আলিপুর চিড়িয়াখানায় প্রাণী ‘গায়েব’ 

Date:

Share post:

প্রাণী গায়েব হওয়ার অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। আদালতেও গড়িয়েছিল মামলা। অবশেষে বন দফতরের তদন্তে স্পষ্ট হলো—আলিপুর চিড়িয়াখানা থেকে একটিও প্রাণী নিখোঁজ হয়নি। আসল বিভ্রান্তি তৈরি হয়েছিল কেন্দ্রীয় রিপোর্টের হিসাব-নিকাশের গরমিল থেকে।

বন দফতর সূত্রে খবর, রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্তৃপক্ষকে পাঠানো তথ্য ছিল যথাযথ। কিন্তু কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে সংখ্যার অমিল ধরা পড়ে। রাজ্য সংশোধনের আবেদন জানালেও সাড়া মেলেনি। এই ভুল তথ্যই প্রাণী গায়েব হওয়ার জল্পনা ঘনীভূত করেছিল।

জনস্বার্থ মামলায় অভিযোগ ছিল, ২০২৩-২৪ অর্থবর্ষে চিড়িয়াখানায় ৬৭২টি প্রাণী ছিল, যা ২০২৪-২৫ সালে নেমে এসেছে ৩৫১-এ। অর্থাৎ, ৩২১টি প্রাণী নেই। তিন দশক ধরেই নাকি একই ধারা চলছে, এমনকী গত দশ বছরের হিসাব খতিয়ে দেখার আবেদনও জানানো হয় আদালতে।

অভিযোগ ওঠার পর চিড়িয়াখানার ডিরেক্টরকে সরিয়ে তদন্ত শুরু করে রাজ্য। সেই রিপোর্ট বনমন্ত্রী বীরবাহা হাঁসদার হাতে পৌঁছেছে। তবে তিনি এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

তদন্তে এক আধিকারিকের দাবি, প্রাণী সরানো প্রায় অসম্ভব। কারণ দেশের এক চিড়িয়াখানা থেকে অন্য চিড়িয়াখানায় প্রাণী আনতে বা পাঠাতে হলে কেন্দ্রীয় জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি ছাড়া তা সম্ভব নয়।

তবে তদন্ত শুধু তথ্যগত গরমিলেই থামেনি। আলিপুর চিড়িয়াখানার অভ্যন্তরীণ প্রশাসনিক কাজকর্মে একাধিক ত্রুটি ধরা পড়েছে। ভবিষ্যতে বিভ্রান্তি এড়াতে তথ্য সংরক্ষণ ও নজরদারি আরও শক্ত করার সুপারিশও করেছে তদন্ত কমিটি। বন দফতরের দাবি, রিপোর্টে স্বস্তি এলেও প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ রাজ্য।

আরও পড়ুন –

spot_img

Related articles

”গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম!” কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।...

SIR বিতর্কে বিএলওদের বিক্ষোভ! ধস্তাধস্তিতে আহত পুলিশ

অতিরিক্ত কাজের চাপের জেরে কলকাতায় CEO দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড...

তিনি বিজেপিরই বাই-প্রোডাক্ট: দল ঘোষণার মঞ্চ থেকে নিজেই প্রমাণ করলেন হুমায়ুন!

বাংলায় ভোট কাটার রাজনীতি করে নতুন রাজনীতির খেলায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আদতে গোটা রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলার...

এখন পিকনিক-ফিকনিক নয়, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে: ছাব্বিশের নির্বাচন নিয়ে কড়া বার্তা তৃণমূল সভানেত্রীর

“প্রাণ দিয়ে, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি, নেতারা পারবে না-কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাঁচার...