বিশেষভাবে সক্ষম হোন বা অবসরের বয়স পেরিয়ে যাওয়া শিক্ষক, নতুন করে কাউকে কোনও ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার ফের স্পষ্ট করল সুপ্রিম কোর্ট (Supreme Court) । এদিন বিচারপতি সঞ্জয় কুমার (Sanjay Kumar) ও অলোক আরাধের ডিভিশন বেঞ্চে এসএসসি সংক্রান্ত কয়েকটি মামলার শুনানি ছিল। বিশেষভাবে সক্ষম কয়েকজন শিক্ষক এবং অবসরের বয়স পেরিয়ে যাওয়া দু একজন শিক্ষক আসন্ন পরীক্ষায় বিশেষ ছাড় পাবার জন্য আবেদন করতেই খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম বিচারপতিদ্বয় বলেন, এই বিষয়ে যা বলার সেটা আগেই জানানো হয়েছে। নতুন করে কোনও রায় দেওয়া হবে না। নির্ধারিত সূচি মেনে নির্ধারিত দিনেই হবে এসএসসি নিয়োগ পরীক্ষা (SSC recruitment Exam)।

শীর্ষ আদালতের নির্দেশ মতো আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। কোনও অযোগ্য ব্যক্তি পরীক্ষায় বসতে পারবেন না, পাশাপাশি কারোর জন্য বিশেষ কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর রাজ্যের উদ্দেশ্যে শীর্ষ আদালতের বার্তা, আর যাতে কারোর ভবিষ্যৎ নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে। পরীক্ষায় কোনও রকমের অনিয়ম বরদাস্ত নয়। নতুন করে এই মামলায় আর কোনও নির্দেশ দেওয়া হবে না বলেও জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

–

–

–

–

–

–

–

–