কঠিন অঙ্ক সরল হচ্ছে ল্যাবরেটরিতে! গাইঘাটার স্কুলে মজার ক্লাসরুম

Date:

Share post:

অঙ্ক। শুনলেই অনেক পড়ুয়ার গলা শুকিয়া যায়, পেট ব্যাথা, মাথা ঘোরা- নানা অজুহাত। কারণ, অঙ্ক-ফোবিয়া। ছাত্রছাত্রীদের এই “অঙ্ক কি কঠিন” আতঙ্ক দূর করতে উদ্যোগ নিয়েছে গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয়। সেখানে একেবারে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে ম্যাথমেটিক্স (Mathematics) ল্যাবরেটরি। প্রাক্তন প্রধান শিক্ষক মনতোষকুমার মিত্রের আর্থিক অনুদানে এই গবেষণাগারটি গড়ে উঠেছে। উদ্বোধন করেন শিক্ষাবিদ তথা রাজ্য সরকারের সেকেন্ডারি বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডক্টর পার্থ কর্মকার।

এই প্রথম কোন স্কুলে (School) মাথামাটিক্স ল্যাবরেটরি হল। প্রাক্তন প্রধান শিক্ষক মনতোষ মিত্রের আর্থিক অনুদানে এই গবেষণাগারটি গড়ে উঠেছে। তাঁর কন্যাই এখন এই স্কুলের প্রধান শিক্ষিকা মোহনা মিত্র। মজার ছলেই অঙ্ক (Mathematics) হবে সহজবোধ্য। সেই লক্ষ্যেই কিশোর মন থেকে গণিতভীতি তাড়াতে নির্মিত হল ল্যাবরেটরিটি। গাইঘাটা বেণীমাধবের এই অঙ্কের গবেষণাগারে প্রয়োজনে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদেরও ক্লাস করানো হতে পারে। প্রায় কুড়িটি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে।

পার্থ কর্মকার তাঁর Anatomy of Mathematics বইটির উপরে নির্মিত মডেলের প্রদর্শন করেন। তাঁর মতে, পড়ুয়াদের অঙ্কের ভীতি কাটাতে, এটা একটা অভিনব পদক্ষেপ। আগামী দিনে এই ধরনের অঙ্ক ল্যাব আরও হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মনে করছেন, গণিতকে দৃশ্য-গ্রাহ্য করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে বিষয়টি অনেক বেশি মনোগ্রাহী হয়ে উঠবে।

spot_img

Related articles

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায়...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার...

এবার উমার বাড়ি ফেরার পালা, দেবী বরণের পরে শুরু বিসর্জন

পাঁচদিনের পুজো শেষে উমা চলেছেন কৈলাসে। মিষ্টি মুখে দিয়ে, পান দিয়ে বরণ করে, সিঁদুর পরিয়ে তাঁকে রওনা করছেন...