আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর রাজ্যে হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। দীর্ঘ ৯ বছর পর ফের এই পরীক্ষা আয়োজন করছে এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশে অনুষ্ঠিতব্য এই পরীক্ষাকে কেন্দ্র করে নবান্নে শুরু হয়েছে তৎপরতা।

শুক্রবার বিকেল চারটের পর মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি উচ্চপর্যায়ের বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে পরীক্ষার দিনে যান চলাচল থেকে শুরু করে কেন্দ্রগুলিতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা সুষ্ঠুভাবে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব একগুচ্ছ নির্দেশ জারি করেছেন। প্রতিটি জেলাকে পরীক্ষা পরিচালনার পূর্ণ দায়িত্ব নিতে বলা হয়েছে। কমিশনের গাইডলাইন মেনে পরীক্ষা সম্পন্ন করতে হবে, পাশাপাশি পরীক্ষার দিন রাস্তায় প্রশাসনকে সজাগ থাকতে হবে বলেও জানানো হয়েছে।

এই বছর ৭ সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে, আর ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যজুড়ে মোট ৬৩৬টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। কমিশন জানিয়েছে, এবার পরীক্ষার নিয়ম আগের চেয়ে অনেক বেশি কড়াকড়ি হবে এবং ওএমআর শিট নিয়ে চালু হয়েছে নতুন বিধি।

বৈঠকে মুখ্যসচিব প্রতিটি জেলার প্রস্তুতির বিস্তারিত খোঁজ নেন। কোথাও কোনও অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। কমিশন ও প্রশাসনের কর্তাদের মতে, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষা যাতে একেবারে নির্ভুলভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন – মাটির ভিতর থেকে ফুঁসে উঠছে জলের ধারা! অস্তিত্ব সংকটে হিমাচল প্রদেশ

_
_
_

_
_