Friday, November 14, 2025

এবার মামলা! ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ মিথ্যে চরিত্রায়ন, আদালতে গোপাল পাঁঠার পরিবার

Date:

Share post:

গোটা বিশ্বের কাছে সিনেমার মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার যে চরিত্র তুলে ধরেছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri), তা সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তাঁর পরিবার। সেইসঙ্গে কিভাবে এমন একজন পরিচালক সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর (CBFC) সদস্য থাকতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বাধীনতা সংগ্রামীর নাতি শান্তনু মুখোপাধ্যায়।

মামলাকারী গোপাল মুখোপাধ্যায়ের নাতি, শান্তনু মুখোপাধ্যায় মূলত দাবি করেছেন ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) চলচ্চিত্রে যেভাবে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায়ের চরিত্র তুলে ধরেছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) তা এক ভয়ঙ্কর প্রোপাগান্ডামূলক। দাবি জানানো হয়েছে শুধুমাত্র এই চলচ্চিত্র নয় সব ধরনের জায়গা ও সোশ্যাল মিডিয়া থেকে যেন মুছে ফেলা হয় ফিল্মের গোপাল পাঁঠা চরিত্রের অংশটি।

কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশনে শান্তনু মুখোপাধ্যায় দাবি করেছেন, ১২ অগাস্ট ফিল্ম সেন্সর বোর্ডে এই নিয়ে আরটিআই করেছিলেন তিনি। কিন্তু তার কোনও উত্তর পাননি। বউবাজার থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। যে বিষয়ে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: দর্শকের আগ্রহই নেই, মোদি রাজ্য গুজরাটেও মাছি তাড়াচ্ছে বিবেকের ছবি

আগেই শান্তনু মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের পরিবার প্রশ্ন তুলেছিল, কিভাবে স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে কোনও কিছু না জেনে এই চরিত্রটি চলচ্চিত্রে তুলে ধরেছেন বিবেক অগ্নিহোত্রী। এবার আদালতে তাঁরা দাবি জানালেন, সেন্সর বোর্ড কিভাবে এই সিনেমার মুক্তি নির্ণয় করল। সেই সঙ্গে সেন্সর বোর্ডের সদস্য বিবেক অগ্নিহোত্রীর বোর্ড থেকে পদত্যাগও দাবি করেছেন শান্তনু মুখোপাধ্যায়।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...