Saturday, November 15, 2025

সুপার কাপ নিয়ে ক্লাবদের চিঠি, কী জানতে চাইল এআইএফএফ?

Date:

Share post:

আইএসএল (ISL) নিয়ে জট এখনও কাটেনি। সুপ্রিম কোর্টের ( Supreme Court) নির্দেশের পরেই আইএসএল নিয়ে উদ্যোগী হয়েছে এআইএফএফ (AIFF)।১১ সেপ্টেম্বরের মধ্যে আইএসএলের সব দলকে সুপার কাপে ( Super cup) অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিল ফেডারেশন।

ফেডারেশন চাইছে আইএসএলের প্রতিটি দলই সুপার কাপে অংশ নিক। ক্লাবগুলি অংশ নিক।  আসলে ক্লাব গুলির কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পরই সুপার কাপের সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে চাইছে ফেডারেশন।

শোনা গিয়েছিল, ভুবনেশ্বরে হতে পারে সুপার কাপ। কিন্তু এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। নির্দিষ্ট একটি স্থানে নাও হতে পারে টুর্নামেন্ট। বিভিন্ন পর্বে সুপার কাপ আয়োজন করতে চাইছে ফেডারেশন। সোমবারই এই বিষয়ে চিঠি পাঠিয়ে দিল ফেজারেশন।

এমনিতেই একমাস আগে, সমস্ত ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়ে দেন, এবার আইএসএল-এর আগেই সুপার কাপ অনুষ্ঠিত হবে।

সুপার কাপ কোথায় আয়োজিত হবে, তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, মোট ১৬টা দলকে নিয়ে চারটে জোনে ভাগ করে হবে। ঠিক হয়েছে, অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বের প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে।

আরও পড়ুন: বয়স বাড়লেও গতি কমেনি, ফিটনেস রহস্য ফাঁস করলেন রোনাল্ডো নিজেই

মূলত মাস্টার রাইটস নিয়ে  ফেডারেশন এবং এআইএফএফ-র ( FSDL) মধ্যে জটিলতা চলছে। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের পক্ষ থেকে দুই পক্ষকে একসঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করতে। সেই মতোই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে ফেজারেশন। এবার আইএসএল ক্লাবগুলোর কাছে চিঠি দিয়ে তাঁদের সুপার কাপে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। জটিলতার কারণে চেন্নাইয়িন এফসি একাধিক ক্লাব তাদের কাজকর্ম স্থগিত রেখেছে।

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...