কয়েক দশকের রেকর্ড ভেঙে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উপস্থিতির হার পৌঁছল ৯৯ শতাংশে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে, এই উপস্থিতির হার কার্যত নজিরবিহীন। সাধারণত ৯০ থেকে ৯৫ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়, কিন্তু এ বছর সেই সীমা ছাড়িয়ে বিপুল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে।

সংসদ সভাপতি মনে করছেন, নতুন সেমিস্টার পদ্ধতির ফলেই পরীক্ষার্থীদের মধ্যে আগ্রহ বেড়েছে। তাঁর কথায়, “সিলেবাস ছোট ছোট ভাগে ভাগ হওয়ায় পড়াশোনা সহজ হয়েছে। পাশাপাশি ওএমআর শিটে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের কাছে মজার অভিজ্ঞতা।”

তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,৬০,০০০। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ছিলেন মাত্র ৫,৮২৭ জন। হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন ১৪৩ জন, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৭ — তাদের মধ্যে ২০৮ জন কলকাতার। এবার সংশোধনাগার থেকেও পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ জন পরীক্ষার্থী।

অতীতে যেখানে মালদায় প্রশ্নফাঁস বা বিশৃঙ্খলার অভিযোগ উঠত, সেখানে এ বছর কোনও সমস্যা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি। তিনি আরও আশ্বস্ত করেছেন, যারা অনুপস্থিত হয়েছে তাদের বছর নষ্ট হবে না। নির্দিষ্ট সময়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ থাকছে সবার জন্যই।

আরও পড়ুন- বিশ্বকর্মা পুজোয় রাজ্যে প্রথমবার ছুটি ঘোষণা

_

_

_

_

_
_