Sunday, November 16, 2025

সিনেমা জন্মালো, বাকিটাতে নিশ্চয়ই সমস্যা থাকবে না! সোহিনীকে মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

আরজি কর কাণ্ডের সময় অনেক সেলেবকেই দেখা গিয়েছিল রাস্তায় নেমে প্রতিবাদে। সেই প্রতিবাদে মুখ দেখিয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকারও। আরজিকরে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার যখন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হেঁটেছেন, প্রথম থেকেই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীর সর্বোচ্চ সাজা চেয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন এই সোহিনীরা বাংলাকে বদনাম করতে নানারকম ব্যঙ্গ, বিদ্রুপ করেছেন।সেইসময় এই সোহিনী বাংলায় সন্তান জন্ম দেব না- বলতেও পিছু পা হননি। অর্থাৎ পশ্চিমবঙ্গের হাল এতটাই খারাপ যে সেখানে শিশুর জন্মই হতে পারে না। এই বিষয়ে নিয়ে এবার সোহিনীকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

দ্রোহ, বিপ্লব, রাতদখল- এইসব পেরিয়ে আবার স্ব স্ব ক্ষেত্রে এগিয়ে গিয়েছেন সেলেবরা। “উৎসবে থাকব”- না বলেও গত বছর পুজোর বিভিন্ন দ্রব্যের বিজ্ঞাপনের মুখ হয়েছেন এই সোহিনী সরকার। এবার তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ‘রঘু ডাকাত’-এর প্রমোশনে ঘুরে বেড়াচ্ছেন সারা বাংলা। তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে ‘রঘু ডাকাত’-এর প্রমোশনে গিয়ে রীতিমতো পাগড়ি পরে পোজ দিলেন সোহিনী।

সোশ্যাল মিডিয়ায় সোহিনীর সেই ছবি পোস্ট করে চিমটি কাটেন কুণাল। লেখেন, “বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়। সিনেমা যখন জন্ম নিল, তাহলে বাকিটাতে নিশ্চয়ই আর সমস্যা থাকবে না। শুভেচ্ছা রঘু ডাকাত।”

যেখানে কলকাতার পুলিশ যাকে অভিযুক্ত বলে ঘটনার একদিনের মধ্যে গ্রেফতার করেছিল, শেষ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে তাকেই দোষী হিসেবে চার্জশিট জমা দেয়। আদালতও সবদিক বিচার করে সেই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে। বাংলার পুলিশের পাশে না থেকে শুধু সমালোচনা করে নিজেদের প্রচারের কৌশলের মোক্ষম জবাব দিলেন কুণাল।

আরও পড়ুন- উপজাতি মর্যাদার দাবিতে উত্তাল অসম! শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ পুলিশের, আহত শতাধিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...