মুক্তি পাওয়ার পর থেকেই নিম্নগামী প্রেক্ষাগৃহের দর্শক সংখ্যা। বাংলার দর্শক তো প্রথম থেকেই বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত প্রোপাগান্ডা চলচ্চিত্র ‘দ্য বেঙ্গল ফাইলস’কে (The Bengal Files) গ্রহণ করেনি। বিজেপি শাসিত রাজ্যগুলিতেও বাজার ধরতে ব্যর্থ বাংলা-বিরোধী প্রোপাগান্ডার এই চলচ্চিত্র। তাই এবার ছবির প্রচারে এআই (AI) দিয়ে তৈরি ছবি দিয়ে মিথ্যা প্রচার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। যদিও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরতেই সরব নেটিজেনরা।

সম্প্রতি এআই দিয়ে তৈরি করা একটি প্রেক্ষাগৃহের দর্শক আসনের ছবি তুলে ধরেন বিজেপির পরিচালক বিবেকক অগ্নিহোত্রী। সেই দর্শক আসন দেখিয়ে তিনি দাবি করেন, একটি ছবিই বলে দিচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর জনপ্রিয়তা।

আরও পড়ুন: বিরুষ্কার পর বুমরাহ-সঞ্জনা, বিজ্ঞাপণেও হিট তারকা দম্পতি

তবে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রচারের গুনে নেটিজেনরা যে কেউ আর বাস্তব ছবি ও এআই (AI) ছবির পার্থক্য করতে ভুল করেন না, তা বলাই বাহুল্য। বিবেক (Vivek Agnihotri) মিথ্যে প্রচারের ছবি তুলে ধরতেই শুরু হয় ট্রোলিং (trolling)। সেখানেই প্রশ্ন ওঠে, এভাবে মিথ্যে প্রচার করে আদৌ কি দর্শকের মন জয় করতে পারবেন বিজেপির বিবেক। অনেকেই প্রশ্ন তুলেছেন, শেষে কি না নিচে নামতে নামতে এআই ছবি তুলে ধরতে হল বিজেপির পরিচালককে।

–

–

–

–

–

–