বলিউডে আরও এক নতুন জুটি। তবে সেটা অন স্ক্রিন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে নাকি আরো একধাপ বেরিয়ে অফ স্ক্রিনেও প্রেমের কাহিনী গড়ে তুলবে সেই জল্পনা বাড়িয়ে দিলেন কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা (Kartik Aryan -Sree Leela Marriage Gossip)। অনুরাগ বাসু (Anuraag Basu) নতুন ছবিতে প্রথম জুটি বাঁধছেন তাঁরা। শুরু থেকেই জুটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। এর মাঝে যুগলে হাজির হলেন রংমিলান্তি পোশাকে। দুজনকে দেখা মাত্রই ফিসফাস শুরু, প্রেমের ইঙ্গিত না প্রমোশনের তাগিদ? কার্তিক-শ্রীলীলার ঘনিষ্ঠতার গুঞ্জন যখন টিনসেল টাউনের চর্চার কেন্দ্রবিন্দুতে ঠিক তখনই নায়িকার মায়ের পাশে দাঁড়ানো কার্তিকের হাসি মুখ আর অন্যদিকে নায়কের মায়ের পাশে শ্রীলীলাকে দেখে দুয়ে দুয়ে চার করা শুরু!

মাসচারেক আগে হঠাৎ দক্ষিণী নায়িকার হলুদ মাখা বেশ কিছু ছবি দেখে কার্তিকের সঙ্গে বিয়ের গুঞ্জনটা চরম পর্যায়ে পৌঁছে যায়। অনেকেই তো বলতেই শুরু করেন যে অজান্তেই চার হাত এক হতে চলেছে বোধহয়। যদিও সে আলোচনা সাময়িকভাবে স্থগিত হলেও, গণেশ চতুর্থীতে তারকা যুগলের অন্দরমহলে ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু। বহু দিন ধরেই ফিসফাস শোনা যাচ্ছিল। কার্তিকের মায়ের নাকি হবু বৌমা হিসেবে শ্রীলীলাকে বেশ পছন্দ হয়েছে। আর কার্তিকের গালে টোল পড়া মিষ্টি হাসিতে নায়িকা ও তাঁর পরিবার নাকি আগেই মুগ্ধ। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? সিনেমার জুটি কি বাস্তবেও সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন। অনুরাগীরা বলছেন ব্যাপারটা হলে মন্দ হবে না। কিন্তু কথায় আছে সেলিব্রেটিদের মতিগতি বোঝা দেয়। অগত্যা, দুজনের একসঙ্গে ছবি দেখে কল্পনার পোলাও রান্না করা ছাড়া আপাতত ফ্যানেদের আর কিছুই করার নেই।

–

–

–

–

–

–

–

–
–